কবে ফিরবেন বুমরাহ? ইঙ্গিত দিলেন তারকা পেসার
আপাতত রিহ্যাব চলছে পুরোদমে।
নিজস্ব প্রতিবেদন: বিশ্বকাপের পর ক্যারিবিয়ান সফরে টেস্টে সিরিজে খেলেছিলেন ভারতীয় পেসার জশপ্রীত বুমরাহ। তার পরেই লোয়ার স্ট্রেস ফ্যাকচার ধরা পড়ে বুমরাহর। ফলে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে খেলেননি। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজেও নেই তিনি। সবকিছু ঠিকঠাক চললে আগামী বছরে নিউ জিল্যান্ড সফরে ফের মাঠে ফিরতে পারেন জশপ্রীত বুমরাহ।
রবিবার নাগপুরে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পরেই টুইটে একটি সমুদ্রস্নানের ছবি পোস্ট করেছেন বুমরাহ। সঙ্গে লিখেছেন, Seas the day!
আপাতত রিহ্যাব চলছে পুরোদমে। কোনও রকম অস্ত্রোপচার করতে হয় নি বুমরাহকে। তবে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে বুমরাহকে নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ভারতীয় দলের বোলিং কোচ ভরত অরুন জানিয়েছেন, আগামী বছরে কিউই সফরে জাতীয় দলে ফিরতে পারেন জশপ্রীত বুমরাহ। তবে বুমরাহ নিজে দ্রুত মাঠে ফিরতে চাইছেন।
আরও পড়ুন - ইডেনে গোলাপি বলে টেস্টের টিকিট কাউন্টার থেকে মিলবে কবে?