বীরুর রেকর্ডে হাত বাড়ালেন বাটলার
রবিবার মুম্বইয়ের বিরুদ্ধে ৫৩ বলে অপরাজিত ৯৪ রানের ইনিংস খেলে বাটলার দলকে তো জেতালেনই একই সঙ্গে ৬ বছরের মাথায় ছুঁলেন বীরুর রেকর্ডকেও।
নিজস্ব প্রতিবেদন: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে টানা ৫টি অর্ধশতরান করার নজির গড়লেন জস বাটলার। ২০১৮-আইপিএলে রাজস্থানের হয়ে টানা ৫টি অর্ধশতরানের রেকর্ড করলেন এই ব্রিটিশ ব্যাটসম্যান। এর আগে এই রেকর্ড ছিল একমাত্র বীরেন্দ্র শেহবাগ। ২০১২ সালে এই বিরল নজির গড়েছিলেন নজফগড়ের নবাব।
আরও পড়ুন- কার্তিকের অনুরোধে হাসলেন কিং
অতীতে বেঙ্গালুরুর হয়ে বীরুর রেকর্ড স্পর্শ করার চেষ্টা করেছিলেন বিরাট কোহলি। কিন্তু অল্পের জন্য তা অধরাই থেকে যায়। আইপিএলে টানা ৪ অর্ধশতরানের করলেও পাঁচ নম্বরটি করা হয়নি তাঁর।
আরও পড়ুন- সচিন যা পারেননি বিরাট তা করে দেখিয়েছেন: শেন ওয়ার্ন
উল্লেখ্য, রবিবার মুম্বইয়ের বিরুদ্ধে ৫৩ বলে অপরাজিত ৯৪ রানের ইনিংস খেলে বাটলার দলকে তো জেতালেনই একই সঙ্গে ৬ বছরের মাথায় ছুঁলেন বীরুর রেকর্ডকেও।
প্রসঙ্গত, এই মরসুমে রাজস্থানের হয়ে ছন্দে দেখা যাচ্ছে জস বাটলারকে। এখনও পর্যন্ত ১২ ম্যাচে তাঁর সংগ্রহ ৫০৯। সর্বোচ্চ- ৯৫ (চেন্নাইয়ের বিরুদ্ধে)। গড়- ৫৬.৫৫। স্ট্রাইক রেট- ১৫৩.৭৭।