নিজস্ব প্রতিবেদন: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে টানা ৫টি অর্ধশতরান করার নজির গড়লেন জস বাটলার। ২০১৮-আইপিএলে রাজস্থানের হয়ে টানা ৫টি অর্ধশতরানের রেকর্ড করলেন এই ব্রিটিশ ব্যাটসম্যান। এর আগে এই রেকর্ড ছিল একমাত্র বীরেন্দ্র শেহবাগ। ২০১২ সালে এই বিরল নজির গড়েছিলেন নজফগড়ের নবাব। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- কার্তিকের অনুরোধে হাসলেন কিং


অতীতে বেঙ্গালুরুর হয়ে বীরুর রেকর্ড স্পর্শ করার চেষ্টা করেছিলেন বিরাট কোহলি। কিন্তু অল্পের জন্য তা অধরাই থেকে যায়। আইপিএলে টানা ৪ অর্ধশতরানের করলেও পাঁচ নম্বরটি করা হয়নি তাঁর। 


আরও পড়ুন- সচিন যা পারেননি বিরাট তা করে দেখিয়েছেন: শেন ওয়ার্ন


উল্লেখ্য, রবিবার মুম্বইয়ের বিরুদ্ধে ৫৩ বলে অপরাজিত ৯৪ রানের ইনিংস খেলে বাটলার দলকে তো জেতালেনই একই সঙ্গে ৬ বছরের মাথায় ছুঁলেন বীরুর রেকর্ডকেও। 



 
প্রসঙ্গত, এই মরসুমে রাজস্থানের হয়ে ছন্দে দেখা যাচ্ছে জস বাটলারকে। এখনও পর্যন্ত ১২ ম্যাচে তাঁর সংগ্রহ ৫০৯। সর্বোচ্চ- ৯৫ (চেন্নাইয়ের বিরুদ্ধে)। গড়- ৫৬.৫৫। স্ট্রাইক রেট- ১৫৩.৭৭।