নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের ভেস্তে যাওয়া আইপিএলে (IPL 2021) টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরির স্বাদ পান জোস বাটলার (Jos Buttler)। নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জ্বলে উঠেছিলেন তিনি। ৬৪ বলে ১২৪ রানের মারাকাটারি ইনিংস খেলে মাঠে তাণ্ডবলীলা করেছিলেন ইংরেজ উইকেটকিপার-ব্যাটসম্যান। ইংল্যান্ড টিমের ভাইস ক্যাপ্টেন বুঝিয়ে দিয়েছিলেন কেন তিনি সীমিত ওভারের ক্রিকেটে আজ বিশ্ববন্দিত। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এবার বাটলার বেছে নিলেন আইপিএলের সর্বকালের সেরা একাদশ। তাঁর নির্বাচিত টিমে অদ্ভুত ভাবে ব্রাত্য অস্ট্রেলীয় ক্রিকেটাররা। পাশাপাশি বাটলার যে ১১ জনকে বেছে নিয়েছেন তাঁদের মধ্যে ভারতেরই ৭ জন ক্রিকেটার রয়েছেন। কিন্তু নেই 'মিস্টার আইপিএল' বলে খ্যাত চেন্নাই সুপার কিংসের সুরেশ রায়না (Suresh Raina)। ক্রিকবাজ প্লাসকে দেওয়া সাক্ষাৎকারে বাটলার জানিয়েছেন শেষ ১৪ বছরের আইপিএলে তাঁর মতে সেরা এগারো জন ক্রিকেটার কারা!


আরও পড়ুন: কেরিয়ারের সিদ্ধান্ত জানিয়ে বিস্ফোরক টুইট করলেন Bhuvneshwar, উগরে দিলেন জমানো ক্ষোভ


বাটলারের সর্বকালে সেরা IPL একাদশ: বাটলার (Jos Buttler), রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli), এবি ডিভিলিয়ার্স (AB de Villiers), এমএস ধোনি (MS Dhoni), কায়রন পোলার্ড (Kieron Pollard), রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), হরভজন সিং (Harbhajan Singh), ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar), জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) এবং লাসিথ মালিঙ্গা (Lasith Malinga)


এবার দেশে ফেরার আগে বাটলার তাঁর রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) টিমের তরুণ সতীর্থ যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal) নিজের কোকাবুরা ব্যাটটা দিয়ে যান। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের নায়ককে সেই ব্যাটের ওপর বাটলার লিখে দেন, "নিজের প্রতিভা উপভোগ করো যশ, আমার শুভেচ্ছা রইল।"