মাঠে আম্পায়ারিং বিতর্ক থামাতে ক্যামেরা চালু করল সিএবি
পরীক্ষামূলকভাবে আম্পায়ারদের জন্য ক্যামেরা চালু করল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল।
নিজস্ব প্রতিবেদন : আম্পায়ারিং নিয়ে বিতর্ক থামাতে সিএবি আগেই সিদ্ধান্ত নিয়েছিল ঘরোয়া ক্রিকেট লিগে আম্পায়ারদের টুপিতে ক্যামেরা লাগানো হবে। পরীক্ষামূলকভাবে আম্পায়ারদের জন্য ক্যামেরা চালু করল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল।
আরও পড়ুন- ভারতে দিন-রাতের টেস্ট খেলতে আগ্রহী ওয়েস্ট ইন্ডিজ
সিএবি-র দ্বিতীয় ডিভিসন লিগে আম্পায়ারদের বুকে ক্যামেরা লাগিয়ে ম্যাচ খেলানো হল। তালতলা মাঠে ক্রিকেট ক্লাব অফ ভবানীপুর বনাম বেহালা ফ্রেন্ডস ম্যাচে এই ক্যামেরা ব্যবহার করা হয়। সিএবির যুগ্ম সচিব অভিষেক ডালমিয়া জানিয়েছেন," ক্যামেরার ভিডিও ফুটেজ দেখব। যদি ছবি স্পষ্ট হয় তাহলে এই ক্যামেরা খুব শীঘ্রই প্রথম ডিভিসন লিগের ম্যাচেও আম্পায়ারদের টুপিতে ব্যবহার করা হবে।"
আম্পায়ারিংয়ের মান উন্নত করার জন্য বিসিসিআইয়ের প্যানেল আম্পায়ার সাভির তারাপোরের তত্ত্বাবধানে একটি ওয়ার্কশপ হয়ে গেল । রবিবার ইডেনে সিএবি-র ঘরোয়া ক্রিকেটের আম্পায়ারদের নিয়েই ওয়ার্কশপ করেন তারাপোরে।
আরও পড়ুন - নভেম্বরে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ ইডেনে