ওয়েব ডেস্ক: ঘরোয়া ক্রিকেট লিগকে তিনদিনের করতে চলেছে সিএবি। পাশাপাশি এএন ঘোষ টুর্নামেন্টকেও তুলে দিতে চায় বঙ্গ ক্রিকেটের কর্তারা। এমনকী ঘরোয়া লিগে কিছু নিয়মেও বদল আসতে চলেছে। বিশেষ করে আলোর অভাব ও বৃষ্টির জন্য ওভার কমে গেলে পরে যারা ব্যাট করে তারা সুবিধা পেয়ে যায়। এই জায়গাটিতে প্রথম ব্যাট করা দল যাতে বিপাকে না পড়ে তার জন্য নতুন নিয়ম আসছে।


আরও পড়ুন- ০.৫ সেকেন্ডর আগেই ১০০ মিটার সাঁতার শেষ করে ইনি এখন ইন্টারনেটের 'হট কেক'


এদিকে অনুষ্টুপ মজুমদার ও অর্ণব নন্দী রেল ছেড়ে বাংলায় ফিরলেন। একদিনের ম্যাচের জন্য বৃহস্পতিবার ইডেন পরিদর্শনে আসছেন ইসিবি প্রতিনিধিরা। ওই দিন পুলিসের সঙ্গেও নিরাপত্তার ব্যাপারে কথা বলবেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সদস্যরা।