নিজস্ব প্রতিবেদন: ইতিমধ্যে অস্ট্রেলিয়া সফরে পরপর দুটো ম্যাচ হেরে একদিনের সিরিজ খুইয়েছে কোহলি এন্ড কোম্পানি। আর স্বাভাবিকভাবেই বিরাট কোহলির নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। প্রথম একদিনের ম্যাচে হারের পর গৌতম গম্ভীর, ভারতীয় দলের ভারসাম্য নিয়ে প্রশ্ন তোলেন। ষষ্ঠ বোলারের অভাব এবং অলরাউন্ডার না থাকার জন্যই ভারতকে যে প্রথম একদিনেরক ম্যাচে ভুগতে হয়েছে সে কথা বলেছিলেন। আর দ্বিতীয় ম্যাচে ভরাডুবির পর ক্যাপ্টেন কোহলির ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন ভারতীয় ওপেনার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


কোনও রকম রাখঢাক না রেখেই গম্ভীর বলেন,"সত্যি কথা বলতে আমি (বিরাট কোহলি) ক্যাপ্টেন্সি বুঝতে পারছিনা। আমরা বারবার বলে আসছি, শুরুতেই যদি উইকেট না তুলে নেওয়া যায় তাহলে অস্ট্রেলিয়ার এই ব্যাটিং লাইন আপকে ভাঙা কঠিন! আর সেখানে দলের এক নম্বর বোলারকে (জশপ্রীত বুমরাহ) মাত্র দু ওভার বল করানো হল। সাধারণভাবে দেখা যায় একদিনের ম্যাচে তিন স্পেলে বল করানো হয় ৪-৩-৩। কিন্তু আমি দেখলাম যে দু ওভার বল করানোর পরই সেরা বোলারকে আর বল করতে দেওয়া হলনা। আমি কি ধরনের নেতৃত্ব সেটা বুঝলাম না! এই নেতৃত্বের কোনও ব্যাখ্যা আমার কাছে নেই। এটা টি-টোয়েন্টি ক্রিকেট নয়। এত খারাপ অধিনায়কত্বের কোনও মানেই আমি বুঝতে পারলাম না।"



বুধবার ক্যানবেরায় সিরিজের শেষ একদিনের ম্যাচ। নিয়ম রক্ষার ম্যাচে জিতে মুখরক্ষা করতে মরিয়া টিম ইন্ডিয়া।


 


আরও পড়ুন - বাচ্চা সামলাতে ব্যস্ত রাহানে-পূজারা-অশ্বিন, মিষ্টি ছবিতে মন ছুঁয়ে গেল ভক্তদের