নিজস্ব প্রতিবেদন: করোনা (COVID-19) যেন পিছুই ছাড়ছে না আইপিএলের ( Indian Premier League)। চলতি আইপিএলেও (IPL 2022) কঠোর জৈব বলয়ের বজ্র আঁটুনি ভেদ করে ঢুকে পড়ল কোভিড ভাইরাস। আক্রান্ত দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) এক বিদেশি ক্রিকেটার।










COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সূত্র মারফত জানা গিয়েছে যে, ঋষভ পন্থের (Rishabh Pant) দলের সেই বিদেশি ক্রিকেটারের র‍্যাপিড টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। ফলে নিয়মমাফিক এ বার তাঁর আরটি-পিসিআর (RT-PCR) পরীক্ষা হবে তাঁর। তারপরই তাঁর রিপোর্ট সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তাই আপাতত পুরো দিল্লি দলকে নিভৃতবাসে পাঠিয়ে দেওয়া হয়েছে। আইপিএলে করোনা হানা দিতেই সোশ্যাল মিডিয়ায় মিমের বন্য়া শুরু হয়েছে। টুইটারে ট্রেন্ডিং হচ্ছে 'ক্য়ান্সেল আইপিএল' (Cancel IPL!)


আরও পড়ুন: Sunil Narine, IPL 2022: প্রথম Knight হিসেবে ১৫০ ম্যাচ খেলার নজির গড়তে চলেছেন 'মিস্ট্রি স্পিনার'


আরও পড়ুন: Lalit Modi: আইপিএলের জনক ললিত মোদীর গল্প এবার ফুটে উঠবে বড় পর্দায়


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)