East Bengal | Carles Cuadrat: পিকে `স্পর্শে` আবেগি কুয়াদ্রাত, কিংবদন্তিকে কুর্নিশ লাল-হলুদ কোচের, শামিল সমর্থকরাও
Carles Cuadrat On East Bengal`s Award: ইস্টবেঙ্গলকে জিতিয়েছেন ১২ বছর পর জাতীয় পর্যায়ে কোনও ট্রফি। সেই পুরস্কার যাঁর নামে, সেই কিংবদন্তি পিকে ব্য়ার্নাজিকে কুর্নিশ করছেন লাল-হলুদ কোচ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি বছর জানুয়ারিতেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। ২০১২ সালে ফেডারেশন কাপ জেতার ১২ বছর পর ইস্টবেঙ্গল (East Bengal) জিতেছিল জাতীয় পর্যায়ে কোনও ট্রফি। আর তা করে দেখিয়ে ছিলেন লাল-হলুদের স্প্য়ানিশ কোচ কার্লেস কুয়াদ্রাত ( Carles Cuadrat)। ভক্তদের 'প্রফেসর' কুয়াদ্রাত যেন ইস্টবেঙ্গল দলটাকেই বদলে দিয়েছেন। গত ১ অগাস্ট ক্লাবের ১০৫ তম প্রতিষ্ঠা দিবসে, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে কুয়াদ্রাতের হাতে তুলে দেওয়া হয়েছে 'প্রদীপ কুমার ব্য়ানার্জি মেমোরিয়াল'পুরস্কার। তাঁর হাতে সম্মাননা তুলে দিয়েছিলেন ইমামির কর্তা আদিত্য আগরওয়াল, মনীশ গোয়েঙ্কা, বিভাস আগরওয়াল, পিকে ব্যানার্জির কন্যা পূর্ণা , ক্লাব সভাপতি মুরারি লাল লোহিয়া, সচিব রূপক সাহা ও দেবব্রত সরকার।
আরও পড়ুন: যুবভারতীতে মশাল জ্বালিয়েই শুরু লাল-হলুদের, বায়ু সেনার বিমান মাটিতে মুখ থুবড়ে পড়ল
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)