ওয়েব ডেস্ক: তিনি স্প্যানিশ ব্যাডমিন্টন তারকা ক্যারোলিনা মারিন। যিনি রিও অলিম্পিকে ভারতের পিভি সিন্ধুকে হারিয়ে সোনা জিতেছিলেন। আর রুপো পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল পিভি সিন্ধুকে। এখন মারিন রয়েছেন, ভারতেই। তিনি এখন খেলছেন প্রিমিয়র ব্যাডমিন্টন লিগে। এখানে খেলতে এসেই মারিন শুনতে পান যে, অলিম্পিকে রুপো জেতার জন্য, প্রচুর পরিমাণ আর্থিক পুরস্কার পেয়েছেন সিন্ধু। আর সেটা শুনেই চোখ কপালে উঠে গিয়েছে মারিনের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন সিএবি সভাপতি হিসেবে আর মাত্র ছ'মাস থাকতে পারবেন সৌরভ গাঙ্গুলি


তিনি সাংবাদিকদের বলেছেন, 'আমি নিজেও স্প্যানিশ সরকারের কাছ থেকে কিছু আর্থিক পুরস্কার পেয়েছি। কিন্তু সেটা সিন্ধুর পাওয়া টাকার মাত্র ১০ থেকে ১৫ শতাংশ হবে বড়জোর। আসলে স্পেনে ব্যাডমিন্টন সব অঞ্চলের খেলা নয়। ওখানকার কোনও কোনও অঞ্চলে ব্যাডমিন্টন খেলার চল রয়েছে। সেখানে ভারতে যে ব্যাডমনিন্টন অনেকটাই জনপ্রিয় হয়ে উঠছে, সেটা সিন্ধুর আর্থিক পুরস্কার মূল্য দেখেই বোঝা যাচ্ছে।' প্রসঙ্গত, মারিন স্প্যানিশ সরকারের কাছ থেকে পেয়েছেন ভারতীয় মুদ্রায় প্রায় ৭০ লক্ষ টাকার মতো। সেখানে বিভিন্ন রাজ্যের সরকার এবং সব মিলিয়ে সিন্ধু পেয়েছেন প্রায় ১৩ কোটি টাকার মতো। তাহলেই বুঝুন। সোনা জেতা মারিনের তো একটু হতাশা আসবেই!


আরও পড়ুন  সুপ্রিম কোর্টের রায়ের আঁচ পড়েছে ভারত-ইংল্যান্ড একদিনের সিরিজের উপরেও