নিজস্ব প্রতিবেদন : মেসির পর বিশ্বকাপ থেকে বিদায় নিলেন রোনাল্ডোও। 'ক্লাসিক' কাভানি শোয়ে কুপোকাত্ পর্তুগাল। ইউরো চ্যাম্পিয়নদের ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ আটে উরুগুয়ে। জোড়া গোল করলেন এডিনসন কাভানি। 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার সোচিতে সাত মিনিটেই সুয়ারেজের ক্রসে হেডে দুরন্ত গোল করে উরুগুয়েকে এগিয়ে দেন এডিনসন কাভানি।২২ মিনিটে সুয়ারেজের নিচু ফ্রি-কিক বাঁদিকে ঝাঁপিয়ে বাঁচান পর্তুগিজ গোলরক্ষক রুই প্যাট্রিসিও। প্রথমার্ধে গোলের তেমন কোনও ভাল সুযোগ তৈরি করতে পারেনি পর্তুগাল। রোনাল্ডোকে বক্সের মধ্যে বলই ধরতে দিলেন না দিয়েগো গোডিন, হোসে মারিয়া হিমেনেসরা। উরুগুয়ের জমাট রক্ষণ ভেঙে মুসলেরাকে তেমন কোনও কঠিন পরীক্ষায় ফেলতে পারেনি পর্তুগিজরা।


আরও পড়ুন - দেশকে বিশ্বকাপ দিতে পারলেন না 'বার্সা'র মেসি


দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ায় পর্তুগাল। ৫৫ মিনিটে পেপের গোলে সমতায় ফেরে পর্তুগাল। বিশ্বকাপে তো বটেই, ২০১৮ সালে প্রথমবার উরুগুয়ের জালে বল গেল। পাঁচ মিনিটেই নায়ক থেকে খলনায়ক হয়ে গেলেন পেপে। ৬২ মিনিটে ফের উরুগুয়েকে এগিয়ে দেন কাভানি। মিনিট দশেক পরেই পায়ে চোট নিয়ে মাঠ ছাড়েন জোড়া গোল করা কাভানি। তবে সমতা ফেরানোর সুযোগ এসেছিল পর্তুগালের কাছে। ৭০ মিনিটে গেরেইরোর চিপ শট এগিয়ে এসে ধরতে গিয়েও বল ধরতে পারেননি উরুগুয়ে গোলরক্ষক মুসলেরা। বের্নার্দো সিলভার শট বারের ওপর দিয়ে চলে যায়। শেষ দিকে মেজাজ হারিয়ে হলুদ কার্ড দেখেন রোনাল্ডো। পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে রাশিয়ায় শেষ আটে অস্কার তাবারেজের উরুগুয়ে।  



১৯৩০ সালে বিশ্বকাপের পর আবার বিশ্বকাপে প্রথম চার ম্যাচ জিতল দু'বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। বিশ্বকাপের নক আউট পর্বে সোচিতে দেখা গেল না সিআর সেভেন শো। শুক্রবার কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে উরুগুয়ে।