নিজস্ব প্রতিবেদন : আল-জাজিরা টিভির সদ্য প্রকাশিত তথ্যচিত্রে ম্যাচ গড়াপেটা নিয়ে ফের উত্তাল ক্রিকেট বিশ্ব। তার আগেই অবশ্য শ্রীলঙ্কা সহ বেশ কয়েকটি দেশে ক্রিকেট দুর্নীতির তদন্ত শুরু করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। নাম জড়িয়েছে সনত্ জয়সূর্যরও। পাশাপাশি উঠে এসেছে দ্বীপরাষ্ট্রের বেশ কয়েকজন ক্রিকেট কর্তার নামও। শ্রীলঙ্কায় গড়াপেটা তদন্তে এবার ভারতের সাহায্য চাইলেন '৯৬-র বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রণতুঙ্গা।    


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - নতুন স্পট ফিক্সিং-এর দাবি তথ্যচিত্রে, ফুটেজ তলব আইসিসি-র


প্রাক্তন লঙ্কা অধিনায়ক রণতুঙ্গা এখন শ্রীলঙ্কার পেট্রোলিয়াম মন্ত্রী। তিনি জানিয়েছেন ম্যাচ গড়াপেটা তদন্তে ভারত সরকার সাহায্য করবে।  তিনি বলেন, "আমাদের দেশে ক্রিকেট দুর্নীতি সামলানোর মতো সেরকম বিশেষজ্ঞ বা অভিজ্ঞ কেউ নেই। তাই আমি ভারতের সাহায্য চেয়েছিলাম। আমাদের সাহায্য করবে সিবিআই। আমার অনুরোধ শুনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিবিআইয়ের সঙ্গে আমার যোগাযোগ করিয়ে দিয়েছেন।" রণতুঙ্গার মতে, ক্রিকেটের দুর্নীতির তদন্তে সিবিআই অনেক ভাবেই তাদের সাহায্য করতে পারে।