সেঞ্চুরি ছক্কা হল টি২০ বিশ্বকাপের মঞ্চে, মারলেন কে?
কখনও সেঞ্চুরি ছক্কা শুনেছেন! হ্যাঁ, টি২০ বিশ্বকাপের মঞ্চে এরকম সেঞ্চুরি ছক্কাই দেখলো ক্রিকেট বিশ্ব। নাগপুরে সেঞ্চুরি ছক্কা মারলেন ওয়েস্ট ইন্ডিজের চার্লস!
ওয়েব ডেস্ক : কখনও সেঞ্চুরি ছক্কা শুনেছেন! হ্যাঁ, টি২০ বিশ্বকাপের মঞ্চে এরকম সেঞ্চুরি ছক্কাই দেখলো ক্রিকেট বিশ্ব। নাগপুরে সেঞ্চুরি ছক্কা মারলেন ওয়েস্ট ইন্ডিজের চার্লস!
ভাবছেন এই সেঞ্চুরি ছক্কা জিনিসটা হয় কী? খুব সহজ। এদিন দক্ষিণ আফ্রিকার ১২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাট করছিলেন চার্লস। সেই সময় বল করতে আসেন দক্ষিণ আফ্রিকার স্পিনার ফাঙ্গিসো। চার্লস ফাঙ্গিসোর বলে অন সাইডে একটা ছক্কা 'টাঙিয়ে' দিলেন। বল সোজা গ্যালারিতে। কতটা দূরত্ব গেল বলটা? মাত্র ১০১ মিটার! সেইজন্যই তো চার্লসের এই ছক্কাটাকে সেঞ্চুরি ছক্কা বলা হচ্ছে। চার্লস অবশ্য ৩৫ বলে ৩২ রান করে ওয়াইজের বলে আউট হয়ে যান।