নিজস্ব প্রতিবেদন:  ঘরোয়া লিগে বুধবার দুই প্রতিবেশী ক্লাবের লড়াই। ইস্টবেঙ্গল মাঠে লাল-হলুদের মুখোমুখি এরিয়ান। প্রতিবেশি ক্লাবকে হারিয়ে ডার্বির মহড়া সেরে রাকথে চাইছে আলেসান্দ্রো ব্রিগেড।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



জর্জের কাছে হারের পর লিগে বিএসএস-কে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে ইস্টবেঙ্গল। লিগে ইস্টবেঙ্গলের বরাবরের শক্ত গাঁট এরিয়ান। তাই বড় ম্যাচের আগে যাতে কোনও অঘটন না ঘটে সেদিকে সতর্ক আলেসান্দ্রো। আগের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে হালকা চোট পেয়েছিলেন মেহেতাব সিং। তাঁকে হয়তো নাও খেলানো হতে পারে। ডার্বির কথা মাথায় রেখে বুধবারও শুরু থেকে খেলানো হতে পারে মার্কোস আর কোলাডোকে।


আরও পড়ুন - অরুণ জেটলির সম্মানে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নামবদল


লিগের দুটো ম্যাচেই গোল হজম করতে হয়েছে ইস্টবেঙ্গল ডিফেন্সকে। বড় ম্যাচের আগে সেটা বন্ধ করতে চাইছেন আলেসান্দ্রো। তাই মঙ্গলবার অনুশীলনে ডিফেন্সে বাড়তি জোর দেন স্প্যানিশ কোচ।