মহামেডান- ৩ (জোসেফ ২, অউসমানে)


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভবানীপুর- ০


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কলকাতা লিগের (Calcutta Football League) সুপার সিক্সের ম্যাচে ভবানীপুরকে ৩-০ গোলে হারিয়ে দিল মহামেডান স্পোর্টিং (Mohammedan SC)। রবিবার জোড়া গোল করেন মার্কাস জোসেফ (Marcus Joseph)। এই জয়ের সুবাদে কলকাতা লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল সাদা-কালো বাহিনী। চলতি মরসুমের শুরু থেকেই ছন্দে রয়েছে ময়দানের শতাব্দী প্রাচীন ক্লাব। ডুরান্ড কাপের সেমিফাইনালে উঠেছিল তারা। রবিবারের ম্যাচেও ভাল খেলার ধারাবাহিকতা বজায় রাখল মহামেডান।  


এদিন খেলার শুরু থেকেই বিপক্ষের বক্সে আক্রমণ শানাতে থাকেন মার্কাস জোসেফরা। শেষ পর্যন্ত মহমেডানের ভাগ্য খোলে প্রথমার্ধের একস্ট্রা টাইমে। হাফ টাইম হওয়ার ঠিক আগের মুহূর্তে গোল করেন মার্কাস। ডানদিকের উইং থেকে ভেসে আসা বলে মাথা ছোঁয়ান মহামেডান ফরোয়ার্ড। গোলকিপারকে বোকা বানিয়ে নিমেষে জালে জড়িয়ে যায় বল।


পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা



এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করলেও মহামেডান আগ্রাসী ফুটবল থেকে সরে আসেনি। ৬৮ মিনিটের মাথায় পেনাল্টি থেকে ফের গোল করেন জোসেফ। মাত্র চার মিনিট পরেই ম্যাচের তৃতীয় গোলটি করেন অউসমানে। ৭২ মিনিটে দুরন্ত একটি হেড মেরে গোল করেন তিনি। 


ম্যাচের কোনও সময়েই সেভাবে গোলের সুযোগ তৈরি করতে পারনি ভবানীপুর। আপাতত কলকাতা লিগের শীর্ষে রয়েছে মহামেডান স্পোর্টিং। যেভাবে অপ্রতিরোধ্য গতিতে এগোচ্ছে সাদাকালো ব্রিগেড, তাতে ফের একবার লিগ জয়ের স্বপ্ন দেখতেই পারেন সমর্থকরা।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)