CFL 2019: কোলাডো-বিদ্যাসাগরের গোলে ঘরোয়া লিগে জয়ে ফিরল ইস্টবেঙ্গল
বৃষ্টির কারণে এদিন ইস্টবেঙ্গল মাঠে নির্ধারিত সময়ের বেশ কিছুটা পরেই শুরু হয় ম্যাচ।
নিজস্ব প্রতিবেদন : বৃষ্টি ভেজা মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। চলতি মরশুমে ঘরোয়া লিগে প্রথম জয় পেল লাল-হলুদ ব্রিগেড। কোলাডো আর বিদ্যাসাগরের গোলে বিএসএস স্পোর্টিংয়ে ২-১ গোলে হারাল আলেসান্দ্রো ব্রিগেড।
ঘরোয়া লিগে প্রথম ম্যাচে হারের মুখ দেখেছিল ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপের সেমি ফাইনালে গোকুলাম কেরালা এফসি-র কাছে হারের পর ঘরোয়া লিগে জয়ে ফিরল আলেসান্দ্রোর দল। বৃষ্টির কারণে এদিন ইস্টবেঙ্গল মাঠে নির্ধারিত সময়ের বেশ কিছুটা পরেই শুরু হয় ম্যাচ। ম্যাচের ১৮ মিনিটেই হেইমি স্যান্টোস কোলাডোর গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই বিদ্যাসাগরের গোলে ব্যবধান বাড়ায় ইস্টবেঙ্গল। ৫৩ মিনিটে ২-০ করেন বিদ্যাসাগর। আর ম্যাচের ইনজুরি টাইমে বক্সের মধ্যে হ্যান্ডবল করলে পেনাল্টি পায় বিএসএস। স্পট কিক থেকে ব্যবধান কমান ওপোকু।
এই জয়ের ফলে ঘরোয়া লিগে ২ ম্যাচ শেষে ৩ পয়েন্ট হল ইস্টবেঙ্গলের।
আরও পড়ুন - বিশ্ব ব্যাডমিন্টনে সিন্ধুগর্জন! ওকুহারাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন পিভি সিন্ধু