বিশ্ব ব্যাডমিন্টনে সিন্ধুগর্জন! ওকুহারাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন পিভি সিন্ধু
এই নিয়ে পর পর তিনবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে শেষ পর্যন্ত খেতাব জিতলেন পিভি সিন্ধু।
নিজস্ব প্রতিবেদন : চোকার্স তকমা সরিয়ে এবার চ্যাম্পিয়ন সিন্ধু। জাপানের নাজোমি ওকুহারাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন পিভি সিন্ধু। প্রথম কোনও ভারতীয় হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন হায়দরাবাদী শাটলার। রিও অলিম্পিকে রুপোজয়ী সিন্ধুর চলতি বছরে এটাই তাঁর প্রথম খেতাব জয়।
এদিন প্রথম গেমেই দুরন্ত জয় ছিনিয়ে নেন সিন্ধু। সেমি ফাইনালে ঠিক যেখানে শেষ করেছিলেন এদিন ফাইনালে যেন সেখান থেকেই শুরু করেন পিভি। মাত্র ১৬ মিনিটে ২১-৭ ফলে প্রথম গেম জিতে নেন হায়দরাবাদী শাটলার।
A dominant @Pvsindhu1 wrecks havoc in Game 1 to down Nozomi Okuhara with the scoreline reading #BWFWorldChampionships
— PBL India (@PBLIndiaLive) August 25, 2019
দ্বিতীয় গেমেও ম্যাচের ওপর নিয়ন্ত্রণ নিয়ে নেন সিন্ধু। কোনও ভাবেই প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নকে ম্যাচে ফেরার সুযোগ দেননি ভারতীয় শাটলার। দ্বিতীয় গেমও ২১-৭ ব্যবধানে জিতে নেন সিন্ধু। মাত্র ৩৮ মিনিটে সোনা জিতে নিলেন সিন্ধু।
Cometh the hour, Cometh the CHAMPION! @Pvsindhu1 goes straight into the history to down Nozomi Okuhara to clinch a medal at the #BWFWorldChampionships2019 for Women's Singles.
— PBL India (@PBLIndiaLive) August 25, 2019
এই নিয়ে পর পর তিনবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে শেষ পর্যন্ত খেতাব জিতলেন পিভি সিন্ধু। ২০১৭ এবং ২০১৮ সালে পর পর দুবার রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল ভারতীয় শাটলারকে। ২০১৭ সালে এই ওকুহারার কাছে আর ২০১৮ সালে ক্যারোলিনা মারিনের কাছে হারতে হয় সিন্ধুকে। মুখোমুখি লড়াইয়েও ৮-৭ ব্যবধানে ওকুহারার থেকে এগিয়ে ছিলেন সিন্ধু। এবার সোনা জিতলেন সিন্ধু। ফাইনালে ২১-৭, ২১-৭ ফলে দুই গেমেই বাজিমাত্ করেন ভারতীয় শাটলার। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হলেন সিন্ধু।
আরও পড়ুন - রবি শাস্ত্রী ছাড়া অন্য কাউকে হেড কোচ ভাবা উচিত্ ছিল ভারতের? দারুন উত্তর দিলেন সৌরভ গাঙ্গুলি