ওয়েব ডেস্ক: আগামী ২৬ জুলাই থেকে শুরু হয়ে যাচ্ছে ভারত বনাম শ্রীলঙ্কা ক্রিকেট সিরিজ। ২৬ তারিখেই সিরিজের প্রথম টেস্টে খেলতে নামবে দুই দল। তার আগে চম্পকা রমানায়েকের জায়গায় চামিন্ডা ভাসকে শ্রীলঙ্কার বোলিং কোচ নিয়োগ করল, শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ শেষেই ব্যক্তিগত কারণ দেখিয়ে, বোলিং কোচের পদ থেকে সরে দাঁড়ান চম্পকা রমানায়েকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন মেয়েদের বিশ্বকাপের ফাইনালে জিতবে কে, কী বললেন সৌরভ গাঙ্গুলি?


শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, 'ভারতের বিরুদ্ধে সিরিজে শ্রীলঙ্কাকে বোলিং কোচ হিসেবে সাহায্য করবেন প্রাক্তন বোলার চামিন্ডা ভাস।' প্রসঙ্গত, রমানায়েকে সাত বছর শ্রীলঙ্কার তরুণ বোলারদের নিয়ে কাজ করার পর ২০০৮ সালের মার্চে দায়িত্ব নিয়েছিলেন বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে। বাংলাদেশের রাবেল হাসানদের মতো তরুণ বোলারদের উঠে আসার পিছনে তাঁর অনেকটাই অবদান ছিল।


আরও পড়ুন  হরমনপ্রীত কউরের গর্বিত মা সরাসরি আঙুল তুললেন সমাজের দিকে