মেয়েদের বিশ্বকাপের ফাইনালে জিতবে কে, কী বললেন সৌরভ গাঙ্গুলি?

Updated By: Jul 22, 2017, 10:22 AM IST
মেয়েদের বিশ্বকাপের ফাইনালে জিতবে কে, কী বললেন সৌরভ গাঙ্গুলি?

ওয়েব ডেস্ক: আগামী রবিবার মেয়েদের ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল। মুখোমুখি আয়োজক দেশ ইংল্যান্ড এবং ভারত। কে ফেভারিট ফাইনালে? প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গাঙ্গুলি কিন্তু এগিয়ে রাখছেন ভারতকেই। তার অন্যতম বড় কারণ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হরমনপ্রীত কৌরের ১১৫ বলে ১৭১ রানের ইনিংস। সৌরভ বলেছেন, 'আমি ওর ইনিংস দেখেছি। দুর্দান্ত খেলেছে হরমনপ্রীত। এভাবে খেললে রবিবার ইংল্যান্ডকে ভারত হারাচ্ছেই।'

আরও পড়ুন বিরাট কোহলি কিছুতেই হালকাভাবে নিতে রাজি নন শ্রীলঙ্কাকে

শুধু সৌরভ একাই বা কেন! সেমিফাইনালে ভারতের মেয়েরা যেভাবে অস্ট্রেলিয়াকে হারিয়েছে, সেটা দেখে আশায় বুক বাঁধছেন, এ দেশের সব ক্রিকেটপ্রেমীরাই। এখন দেখার, বিশ্বকাপ ফাইনালেও নিজেদের এমন দুর্দান্ত ফর্ম বজায় রাখতে পারেন কিনা হরমনপ্রীত, মিতালি, ঝুলনরা।

আরও পড়ুন  হরমনপ্রীত কউরের গর্বিত মা সরাসরি আঙুল তুললেন সমাজের দিকে

.