ওয়েব ডেস্ক: স্বপ্নের কামব্যাকের কাছাকাছি গিয়েও শেষ রক্ষা হল না। মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে হারিয়েও চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিল অ্যাটলেটিকো। তিন গোলে প্রথম পর্বটা জিতে অ্যাওয়ে ম্যাচে নেমেছিল জিদান ব্রিগেড। ভিসেন্টে ক্যালডেরনে লড়াইটা তাই বেশ কঠিন ছিল সিমিওনে দলের কাছে। অসম্ভবকে সম্ভব করার কাজটা প্রায় করেই ফেলেছিল অ্যাটলেটিকো। ফিরতি দ্বৈরথে মাত্র ষোল মিনিটেই দুগোলে এগিয়ে যায় সিমিওনে ব্রিগেড। সাউল নিগুয়েজের গোলের পাশাপাশি পেনাল্টি থেকে গোল করেন গ্রেজম্যান। অ্যাটলেটিকোর ডেরায় তখন কাঁপছেন রোনাল্ডোরা। তখন মনে হয়েছিল প্রথম পর্বের ব্যবধানটা মুছে দিতে পারবে অ্যাটলেটিকো।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন আইএসএলে নতুন দশটা শহর থেকে দল নেওয়ার দরপত্র নেওয়া শুরু হচ্ছে আজ থেকে


তবে প্রথমার্ধেই গ্রেইমজ্যানদের স্বপ্ন শেষ। ইস্কোর গোলে ব্যবধান কমায় রিয়াল। অ্যাটলেটিকোর পাঁচ ডিফেন্ডারকে কাটিয়ে বলটা সাজিয়ে দিয়েছিলেন করিম বেনজেমা। বাকি কাজটা করেন ইস্কো। দ্বিতীয়ার্ধে গোল করার সুযোগ এসেছিল দুই মাদ্রিদের সামনেই। তবে স্কোরলাইনে বদল হয়নি। দুই পর্ব মিলিয়ে চার-দুই গোলে জিতে কার্ডিফের টিকিট পাকা করল রিয়াল। সামনে এবার জুভেন্তাস।


আরও পড়ুন  চোট আঘাতের সমস্যা না থাকলে খেতাব ধরে রাখবে ভারত: কপিল দেব