জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টিম ইন্ডিয়ার (Team India) প্রায় সব তারকারা যখন আইপিএল (IPL 2023) খেলতে ব্যস্ত, ঠিক সেই সময় কাউন্টি (County Cricket) খেলে নিজেকে তৈরি করছিলেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে বিশ্ব টেস্ট ফাইনালের (ICC World Test Championship Final 2023) মঞ্চে তাঁকে ঘিরে সবাই স্বপ্ন দেখেছিল। কিন্তু পারেননি 'চে পূজারা'। দুই ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছিল ১৪ ও ২৭ রান। আর তাই আসন্ন ওয়েস্ট ইন্ডিজ (India Tour of West Indies) সফরে তাঁকে বিশ্রাম দেওয়া হল। যদিও ভারতীয় ক্রিকেটের একাংশের দাবি 'বিশ্রাম' নয়, পূজারাকে ছেঁটে ফেলা হয়েছে। আর তাই অপেক্ষাকৃত দুর্বল ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও রুতুরাজ গায়কোয়াড়কে (Ruturaj Gaikwad) দেখে নিতে চাইছেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। তবে হার মানতে রাজি নন পূজারা। তিনি এখন পশ্চিমাঞ্চলের (West Zone) হয়ে দলীপ ট্রফিতে (Dullep Trophy 2023) নামবেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

৫ জুলাই দলীপ ট্রফিতে পশ্চিমাঞ্চল প্রথম ম্যাচ খেলতে নামবে। মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলের মধ্যে যে দল জিতবে, সেই দলের সঙ্গে খেলা হবে পশ্চিমাঞ্চলের। তবে ক্যারিবিয়ান সফরে পূজারা ব্রাত্য হওয়ায়, জাতীয় দলের দরজা যে তাঁর জন্য বন্ধ হয়ে যাচ্ছে এমনটা নয়। নামপ্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা জানিয়েছেন,  "নির্বাচক এবং কোচ রাহুল দ্রাবিড় তরুণ খেলোয়াড়দের পরখ করে নিতে চান। সেই কারণেই পূজারাকে ওয়েস্ট ইন্ডিজ সফরে নেওয়া হয়নি।" 


আরও পড়ুন: Rohit Sharma, WI vs IND: রোহিত-বিরাটকে রেখে দল গড়লেও বিশ্রামে পূজারা-শামি, সুযোগ পেলেন বাংলার মুকেশ


আরও পড়ুন: EXCLUSIVE, Mukesh Kumar: অভাবের গলি থেকে টিম ইন্ডিয়ার ড্রেসিংরুম, সাফল্যের সিঁড়িতে পা রেখে বাবাকে স্মরণ মুকেশের


ঘরোয়া ক্রিকেটে রান করলে আবারও জাতীয় দলে ফিরবেন পূজারা। তাঁর কাছে এমন বার্তাই পৌঁছে দেওয়া হয়েছে বলে খবর। বাংলাদেশের বিরুদ্ধে পুজারার ৯০ এবং ১০২ রানের ইনিংস বাদ দিলে শেষ তিন বছরে তাঁর গড় মাত্র ২৬। পারফর্ম না করেও এত সুযোগ সাম্প্রতিক কালে আর কোনও ব্যাটারকে দেওয়া বয়নি। ওই বোর্ডকর্তা বলেছেন, "বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ দু’বছরের একটা প্রতিযোগিতা। রাতারাতি কোনও বদল করা যায় না। সেখানে পূজারা তিন বছর ধরে রান পাচ্ছে না। সেইজন্য নির্বাচকরা ওকে ছেঁটে ফেলতে বাধ্য হল।" 


টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়াল, অজিঙ্ক রাহানে (সহ অধিনায়ক), শ্রীকর ভরত (উইকেটকিপার), ঈশান কিশান (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনাদকট এবং নবদীপ সাইনি।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)