নিজস্ব প্রতিবেদন- বৃহস্পতিবার IPL নিলামে রেকর্ড দামে রাজস্থান রয়্যালসে গেলেন দক্ষিণ আফ্রিকার পেসার ক্রিস মরিস (Chris Morris)। রাজস্থান রেকর্ড ১৬ কোটি ২৫ লক্ষ টাকায় কিনে নিল তাঁকে। আইপিএলের ইতিহাসে তিনিই সর্বাধিক দামে বিক্রি হলেন। তাঁকে নেওয়ার জন্য রয়্যালসের সঙ্গে পাঞ্জাব কিংসের দড়ি টানাটানি চলছিল। অন্য ফ্র্যাঞ্চাইজি প্রথমে তাঁকে দলে নিতে আগ্রহ দেখালেও পরে সরে যায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

KKR ৩ কোটি ২০ লক্ষ টাকায় দলে নিয়েছে বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল হাসানকে। কেকেআরে খেলে যাওয়া বাংলাদেশের এই তারকা দলের অনেক সমস্যারই সমাধান করতে পারবেন বলে বিশ্বাস নাইট কর্তৃপক্ষের। এছাড়াও শেল্ডন জ্যাকসন ও বৈভব আরোরাকে ২০ লক্ষ টাকায় কেনে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। মরিসের পর বিদেশীদের মধ্যে গ্লেন ম্যাক্সওয়েল ও জাই রিচার্ডসনকে নিয়ে রীতিমতো টানাটানি শুরু হয়ে যায় ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে। ১৪ কোটি ২০ লক্ষ টাকায় ম্যাক্সওয়েলকে কিনে নেয় বিরাট কোহলির RCB। গ্লেন ম্যাক্সওয়েলকে কেনার জন্য প্রথমে ঝাঁপায় রাজস্থান ও কলকাতা। রিচার্ডসনকে ১৪ কোটি টাকায় কেনে পাঞ্জাব কিংস। তবে সারপ্রাইজ প্যাকেজ ছিলেন ইংল্যান্ডের কাইল জেমিসন। ১৫ কোটি টাকায় তাঁকে দলে নেয় আরসিবি। 


আরও পড়ুন-  IPL Auction: কেকেআরের নিলাম টেবিলে আরিয়ান-জাহ্নবী, টাইটেল স্পনসর হিসেবে ফিরছে ভিভো


এদিকে সাত বছর পরে দল পেলেন টেস্ট ব্যাটসম্যান হিসেবে পরিচিত চেতেশ্বর পূজারা (Cheteswar Pujara)। ৫০ লক্ষ টাকায় তাঁকে নিল ধোনির চেন্নাই সুপার কিংস। এবার IPL Auction- এ বোলারদেরই রমরমা। কে গৌতম ৯.২৫ কোটি টাকায় চেন্নাইতে। শাহরুখ খান ৫.২৫ কোটি টাকায় পাঞ্জাবে।