ওয়েব ডেস্ক :  শুক্রবার  সুনীল স্রোতে ভেসে গেল নেরোকা এফসি। সুনীল ছেত্রীর হ্যাটট্রিকের সৌজন্যে সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মণিপুরের নেরোকা এফসিকে ৩-১ গোলে হারাল বেঙ্গালুরু এফসি। সেমিফাইনালে মোহনবাগানের মুখোমুখি হবে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু।   



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে সুপার কাপের শেষ আটের লড়াইয়ে ম্যাচ শুরুর ১৩ মিনিটে সুনীল ছেত্রীর গোলে এগিয়ে যায় বেঙ্গালুরু। বিরতির আগেই প্রীতম সিংয়ের গোলে সমতায় ফেরে নেরোকা এফসি। বিরতির পর ৫৫ মিনিটে বেঙ্গালুরু অধিনায়ক সুনীল ছেত্রীর গোলেই ব্যবধান বাড়িয়ে নেয় তারা। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে নিজের হ্যাটট্রিক করেন সুনীল।



নেরোকাকে ৩-১ গোলে হারিয়ে সুপার কাপের সেমিফাইনালে পৌঁছে গেল বেঙ্গালুরু এফসি। ১৭ এপ্রিল সেমিফাইনালে মোহনবাগানের মুখোমুখি হবে বেঙ্গালুরু। ১৬ এপ্রিল সুপার কাপের প্রথম সেমিফাইনালে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ এফসি গোয়া। মরসুম শেষে ২০ এপ্রিল ফাইনালে ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বির সম্ভবনা তবে কি উজ্জ্বল হচ্ছে?


আরও পড়ুন - চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে হাড্ডাহাড্ডি লড়াই