ওয়েব ডেস্ক: প্রবল বৃষ্টির জের যুব বিশ্বকাপেও। বৃষ্টির কারণে অনুশীলন বাতিল করল চিলি। সোমবার বিকেল আর সন্ধ্যেয় অনুশীলন করার কথা ছিল ইংল্যান্ড,চিলি আর ইরাকের। কিন্তু প্রবল বৃষ্টির কারণে হোটেল থেকে বেরোয়নি চিলি দল। যদিও ক্লোজ ডোর অনুশীলন করে ইংল্যান্ড। আর সন্ধ্যেয় অনুশীলন করতে আসে ইরাক। সকালে অবশ্য হালকা অনুশীলন করে মেক্সিকো। তবে মেক্সিকো সাইতে অনুশীলন করতে যাওয়ার আগে ঘটে বিপত্তি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ভারতীয় ফুটবলের ইতিহাসে ঢুকে গেল জ্যাকসনের নাম


প্রবল হাওয়ায় গাছ ভেঙে পড়ায়, ভেঙে যায় সাইয়ের অনুশীলন মাঠের ধারের ফেন্সিংয়ের একাংশ। তারপরই মাঠে প্রবেশ করে মেক্সিকো দল। পুরো ঘটনা জানানো হয় মেক্সিকো টিম ম্যানেজমেন্টকে। তবে তারা জানায় যে তাদের কোনও অসুবিধা নেই। এর পর হালকা অনুশীলন করে মাঠ ছাড়ে মেক্সিকো।


আরও পড়ুন  ভারতের পর ঘানাকেও হারিয়ে দিল আমেরিকা