ইঞ্চিওনে ষষ্ঠ দিনের শেষে চিন পেয়েছে ৭৯টি সোনার পদক, ভারত সেখানে মাত্র একটি সোনা জিতেছে।
----------------


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১০ গোয়াংঝাউ এশিয়ান গেমসে ভারত ১৪টি সোনা জেতে।
২০১৪ ইঞ্চিওনে ষষ্ঠ দিনের শেষে সোনা মাত্র ১টিতে। এখনও বাকি আটটিতে। চিন এখনও পর্যন্ত মোট ৭৯টি সোনা জিতে ফেলেছে।

--------------------------------------
ওয়েব ডেস্ক: শ্রেয়সী সিং , বর্ষা বর্মনদের হাত ধরে বৃহস্পতিবার শুটিংয়ে পদক এল ভারতের। দলগত ডাবলস ট্র্যাপ বিভাগে ব্রোঞ্জ পদক পান ভারতীয় শুটাররা। দুশো উনআশি পয়েন্টে বর্ষারা তাদের টার্গেট শেষ করেন। এই বিভাগে সোনা জেতে চিন।


বৃহস্পতিবার এশিয়াডে রোয়িংয়ে জোড়া ব্রোঞ্জ ভারতের। পুরুষদের ব্যক্তিগত স্কালস বিভাগে ব্রোঞ্জ পান স্বর্ণ সিং। পুরুষদের দলগত বিভাগেও  ব্রোঞ্জ পায় ভারত।


বৃহস্পতিবার এশিয়াডে মিশ্র ফলাফল ভারতীয় ব্যাডমিন্টনে। নিজেদের ম্যাচ জিতে পরবর্তী রাউন্ডে উঠলেন সাইনা নেহওয়াল এবং পারুপাল্লি কাশ্যপ। তবে ইন্দোনেশিয়ার প্রতিপক্ষের কাছে এক-দুই গেমে হেরে বিদায় নিলেন পিভি সিন্ধু।


এশিয়াডে থেমে গেল ভারতীয় হকি দলের বিজয় রথ। পাকিস্তানের কাছে ১-২ গোলে হেরে যায় ভারত। এই হারের ফলে গ্রুপে দ্বিতীয় স্থানে নেমে গেল ভারত। যার ফলে সেমিফাইনালে কোরিয়ার বিরুদ্ধে কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হবে সর্দার সিংদের।