Tokyo Olympics 2020: এল প্রথম সোনা, চিনা শুটার নিজেই পদক পরে নিলেন গলায়!
ঐতিহাসিক মুহূর্তেও থাকল কোভিড বিধি!
নিজস্ব প্রতিবেদন: টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics 2020) এল প্রথম সোনার পদক। শনিবার চিনের ইয়াং কুইয়ান (Yang Qian) ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে অলিম্পিক্স রেকর্ড করেই সোনা এনে দিলেন দেশকে।
ইয়াং এদিন ২৫১.৮ স্কোর করেন। রাশিয়ার অ্যানাস্তেসিয়া গালাশিনা (২৫১.১) ও সুইজারল্যান্ডের নিনা ক্রিস্টেনকে (২৩০.৬) হারিয়ে বাজিমাত করেন চিনের বছর একুশের কন্যা।
এহেন ঐতিহাসিক মুহূর্তেও থাকল কোভিড বিধি! এদিন ইয়াংয়ের গলায় সোনার পদক পরিয়ে দিতে কেউ এগিয়ে এলেন না! পদকের ট্রে-তে রাখা সোনার পদক তুলে নিয়ে নিজের গলায় পরে নেন ইয়াং। এমনকী রীতি মেনে পদক জয়ীদের যে পুস্পস্তবক হাতে দেওয়া হয়, এবার সেটাও রাখা ছিল ট্রে-তে। সেখান থেকে ফুল তুলে নেন ইয়াং।
আরও পড়ুন: Tokyo Olympics 2020: যথা স্থানে নেই মাস্ক! দেশের পতাকা হাতে মুখ পোড়াল পাকিস্তান
শুধু ইয়াং বলেই নন, সকল পদক জয়ীকেই এমনটা করতে হয়েছে আর হবেও। এবার পোডিয়ামে পদক জয়ীদের মধ্যে সামাজিক দূরীকরণ বজায় রাখা হচ্ছে। এমনকী হবে না কোনও গ্রুপ ছবি। শারীরিক দূরত্ব মেনে চলতে হবে দর্শকদেরও।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)