নিজস্ব প্রতিবেদন : ত্রিনিদাদে গেইল ঝড়। ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজের শেষ ম্যাচে চেনা মেজাজেই পাওয়া গেল ইউনিভার্স বসকে। ওয়ান ডে কেরিয়ারের ৩০১ তম ম্যাচে ৩০১ নম্বর জার্সি পড়েই মাঠে নেমেছিলেন গেইল। ৪১ বলে ৭২ রানের ঝোড়ো ইনিংস খেলে খলিল আহমেদের বলে বিরাটের হাতে ধরা পড়লেন ক্রিস। ৮টি চার আর ৫টি ছক্কায় সাজানো গেইলের ইনিংস। কিন্তু মাঠ ছাড়ার আগে ভারতীয় দলের ক্রিকেটাররা গেইলকে অভিনন্দন জানাতে ছুটে গেলেন। বিরাট কোহলির সঙ্গে বিশেষ ভঙ্গিমায় মাঠেই যেন বিদায় বার্তা দিয়ে গেলেন গেইল।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ব্যাটের হ্যান্ডেলে হেলমেট ঝুলিয়ে প্যাভিলিয়নের দিকে ফেরেন গেইল। তাঁর সতীর্থরাও তখন উঠে দাঁড়িয়ে হাততালি দিতে থাকেন। গেইলকে সকলের অভিনন্দনের ভঙ্গি দেখেই সোশ্যাল মিডিয়াতেও জল্পনা শুরু হয়ে যায় তবে কি শেষ ম্যাচ খেলে ফেললেন ক্রিস গেইল! বিশ্বকাপের সময়ই গেইল জানিয়েছিলেন, ভারতের বিরুদ্ধে টেস্ট খেলে অবসর নেবেন তিনি। কিন্তু ভারতের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের দলে রাখা হয়নি তাঁকে। তাই হয়তো ভারতের বিরুদ্ধে শেষ ওয়ান ডে খেলেই অবসর ঘোষণা করতে পারেন বলে ভেবেছিলেন ভক্তরা। এমনকী সোশ্যাল সাইটে অনেকেই গেইলকে ইতিমধ্যেই অবসর নিয়ে টুইট করে দিয়েছেন।



যদিও গেইল নিজে এখনও কিছু ঘোষণা করেননি। হয়তো নিজের ছন্দেই বিদায় বার্তা দিয়ে গেলেন ইউনিভার্স বস।  


আরও পড়ুন - বিরাট সেঞ্চুরিতে ক্যারিবিয়ান সফরে একদিনের সিরিজ জয় ভারতের