যে মাঠে মৃত্যুপথযাত্রী, সে মাঠে ফিরেই গোল করলেন Christian Eriksen
সার্বিয়ার জালে শেষ গোলটির মতো ২৯০ দিন পর এরিকসেনের ফেরার গল্পটা আরও অবিশ্বাস্য। বুকে পেসমেকার বসানোয় খেলতে পারলেন না ইতালিয়ান ফুটবলে। ইন্টার মিলান ছেড়ে যোগ দেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল ব্রেন্টফোর্ডে।
নিজস্ব প্রতিবেদন: ঠিক নয় মাস আগের কথা। যে পারকেন স্টেডিয়ামে ইউরো কাপ (Euro Cup) চলার সময় হৃদরোগে আক্রান্ত (Heart Attack) নিয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন, সেই মাঠেই গোল করলেন ক্রিশ্চিয়ান এরিকসেন (Christian Eriksen) । সেই মাঠেই মনে রাখার মতো প্রত্যাবর্তন করলেন ডেনমার্কের (Denmark) এই ফুটবলার। মঙ্গলবার প্রীতি ম্যাচে সার্বিয়াকে ৩-০ হারাল ডেনমার্ক। দলের হয়ে তৃতীয় গোল এসেছে এরিকসেনের পা থেকে।
৫৭ মিনিটে করলেন চোখ ধাঁধানো গোল। সার্বিয়ার বক্সের কিছুটা দূর থেকে হেডে নেওয়া তাঁর শট জালে ঢুকে যায়। তবে নয় মাস আগে পরিস্থিতি এমন ছিল না। ফিনল্যান্ডের বিরুদ্ধে ইউরো কাপের ম্যাচের সময় প্রথমার্ধ শেষের কিছু ক্ষণ আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এরিকসেন। তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ডাক্তাররা জানিয়েছিলেন, পাঁচ মিনিটের জন্য ‘মৃত্যু’ হয়েছিল এরিকসেনের। দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হয়ে মাঠে ফিরেছেন তিনি।
সার্বিয়ার জালে শেষ গোলটির মতো ২৯০ দিন পর এরিকসেনের ফেরার গল্পটা আরও অবিশ্বাস্য। বুকে পেসমেকার বসানোয় খেলতে পারলেন না ইতালিয়ান ফুটবলে। ইন্টার মিলান ছেড়ে যোগ দেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল ব্রেন্টফোর্ডে।
ডেনমার্ক দল থেকেও ডাক এল। নেদারল্যান্ডসের বিরুদ্ধে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটিয়েই পেয়েছিলেন গোল। আর মঙ্গলবার পারকেন স্টেডিয়ামে প্রত্যাবর্তনের ম্যাচেও গোল করলেন তিনি। ফিনল্যান্ডের কাছে ইউরো কাপের সেই ম্যাচটা ডেনমার্ক হারলেও, সবাই এরিকসেনের জন্য কেঁদেছিল। গলা ফাটিয়েছিল। সার্বিয়ার বিরুদ্ধে এই ম্যাচেও তিনি মাঠে নামতেই পুরো গ্যালারি জুড়ে 'এরিকসেন, এরিকসেন' চিৎকার ভেসে আসে।
৮০ মিনিটে বদলি হয়ে মাঠ ছাড়ার সময় তাঁকে দাঁড়িয়ে সম্মান জানায় গ্যালারি ভর্তি দর্শক। এমন মুহূর্ত উপভোগ করেছেন তিনি। তাই ম্যাচের শেষে এরিকসেন বলেন, "এই সন্ধ্যে আমি আজীবন মনে রাখব। এই মাঠেই জীবন চলে যেতে পারত। সেই মাঠে ফিরে এলাম, গোল করলাম। এরচেয়ে বেশি আনন্দের আর কী হতে পারে।"
আরও পড়ুন: Qatar World Cup Teams: কাতার বিশ্বকাপে কোন কোন দেশ খেলবে? জানতে পড়ুন
আরও পড়ুন: Bruno-র জোড়া গোলে, Qatar বিশ্বকাপে Cristiano Ronaldo-র Portugal