Christian Eriksen, Manchester United: ২০২৫ পর্যন্ত `রেড ডেভিলস`এ` ক্রিশ্চিয়ান এরিকসেন
ব্রেন্টফোর্ডের হয়ে অভিষেক ম্যাচেই পেয়েছিলেন গোল। এরপর আরও চারটি গোলে অ্যাসিস্ট করেছেন। ১৩ নম্বরে প্রিমিয়ার লিগ শেষ করেছে ব্রেন্টফোর্ড। বুঝিয়েছেন, এখনও ফুটবলকে অনেক কিছু দেওয়ার আছে তাঁর।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শেষ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডে (Manchester United) সই করলেন ক্রিশ্চিয়ান এরিকসেন (Christian Eriksen)। ২০২৫ সাল পর্যন্ত 'রেড ডেভিলস'-এর (Red Devils) জার্সি গায়ে চাপিয়ে খেলবেন ডেনমার্কের (Denmak) এই তারকা ফুটবলার।
শুক্রবার এরিকসেনের চুক্তি নিয়ে ঘোষণা করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের (English Premier League) এই বিখ্যাত ক্লাব। টুইটারে ছবি পোস্ট করেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাব।
নতুন মরসুম শুরু করার আগে ম্যান ইউ-তে যোগ দিয়ে এরিকসেন বলেছেন, "ম্যানচেস্টার ইউনাইটেড একটি স্পেশাল ক্লাব। এখানে নতুন ভাবে ইনিংস শুরু করার জন্য মুখিয়ে রয়েছি। এর আগেও ওল্ড ট্রাফোর্ডে বহুবার খেলেছি। কিন্তু এই প্রথমবার লাল জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামব। তাই অনুভূতি একেবারে আলাদা।"
ডেনমার্কের হয়ে এখনও পর্যন্ত ১১৫টি ম্যাচ খেলেছেন এই মিড ফিল্ডার। করেছেন ৩৮টি গোল। এখনও পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগের মঞ্চে দারুণ সাফল্য পেয়েছেন এরিকসেন। মোট ২৩৭টি ম্যাচে গোল করেছেন ৫২টি। গোলের ক্ষেত্রে অ্যাসিস্ট করেছেন ৭১বার।
হৃদরোগের সমস্যা কাটিয়ে গত মরসুমে ব্রেন্টফোর্ডের (Brentford F.C) হয়ে দারুণ পারফর্ম করেছেন এরিকসেন। ইংল্যান্ডের শীর্ষ লিগে উঠে আসা দলটির হয়ে ১১ ম্যাচে খেলেছেন মোট ৯৩৮ মিনিট। তাঁর খেলা ম্যাচগুলোর মধ্যে সাতটিতেই জয়ের মুখ দেখেছে ব্রেন্টফোর্ড।
ব্রেন্টফোর্ডের হয়ে অভিষেক ম্যাচেই পেয়েছিলেন গোল। এরপর আরও চারটি গোলে অ্যাসিস্ট করেছেন। ১৩ নম্বরে প্রিমিয়ার লিগ শেষ করেছে ব্রেন্টফোর্ড। বুঝিয়েছেন, এখনও ফুটবলকে অনেক কিছু দেওয়ার আছে তাঁর।
সেটা বেশ বুঝতে পেরেছে ম্যান ইউ ম্যানেজমেন্ট। সেই জন্য এরিকসেনকে তিন মরসুমের জন্য সই করিয়ে নিল 'রেড ডেভিলস'।
আরও পড়ুন: Virat Kohli : অর্থের ক্ষতির কথা ভেবে কোহলিকে বাদ দিচ্ছে না বিসিসিআই! কটাক্ষ প্রাক্তন ইংরেজ স্পিনারের
আরও পড়ুন: AIFF: জমা পড়ল সংশোধিত সংবিধান, বাজাজের বিস্ফোরক টুইট