মুম্বই সিটি এফসি-র বড় অংশের মালিকানা কিনে নিল সিটি ফুটবল গ্রুপ
এই নিয়ে বিশ্বফুটবলে আটটি ফুটবল ক্লাবের মালিক হল সিটি ফুটবল গ্রুপ।
নিজস্ব প্রতিবেদন : ভারতীয় ফুটবলে পা রাখল ম্যাঞ্চেস্টার সিটি। ম্যান সিটির কর্ণধার সিটি ফুটবল গ্রুপ আইএসএলের দল মুম্বই সিটির মূল অংশীদারি কিনে নিল।
মুম্বই সিটি এফসি ক্লাবের ৬৫ শতাংশ শেয়ার থাকবে সিটি ফুটবল গ্রুপের কাছে। বাকি ৩৫ শতাংশের মালিকানা থাকবে রনবীর কাপুর আর বিমল পারেখের হাতে। সিটি ফুটবল গ্রুপের সিইও ফেরান সরিয়ানো এবং রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা আম্বানির উপস্থিতিতে মউ স্বাক্ষরিত হয়।
আরও পড়ুন - নতুন বছরেই টেনিস কোর্টে ফিরতে চলেছেন সানিয়া, জানিয়ে দিলেন কার সঙ্গে জুটি বাঁধবেন
এই নিয়ে বিশ্বফুটবলে আটটি ফুটবল ক্লাবের মালিক হল সিটি ফুটবল গ্রুপ। ম্যান সিটি ছাড়াও তাদের মালিকানা রয়েছে মেলবোর্ন সিটি,নিউইয়র্ক সিটি,ইয়োকোহামা ম্যারিনসে।