নিজস্ব প্রতিবেদন : আজ পয়লা অগাস্ট। আজ গর্বের একশো ইস্টবেঙ্গলের। শতবর্ষে পা ইস্টবেঙ্গলের। করোনার কারণে লাল-হলুদের শতবর্ষের উত্সব একেবারে সাদামাটা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ছন্দ মিলিয়ে ইস্টবেঙ্গলকে শতবর্ষের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লেখেন...
"১০০ বছর ধরে, মাঠ কাঁপাচ্ছে যে দল,
লাল-হলুদের ঝড়ের নাম ইস্ট বেঙ্গল"




শনিবার সকালে ক্লাব তাঁবুতে লাল-হলুদ পতাকা উত্তোলন করে ইস্টবেঙ্গল দিবসের সূচনা করা হয়। ক্লাবের কর্তাদের পাশাপাশি প্রাক্তন ফুটবলার, কোচ এবং ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস উপস্থিত ছিলেন। পতাকা উত্তোলনের পর কেক কেটে ইস্টবেঙ্গলের শতবর্ষ উদযাপন করা হয়। শতবর্ষে প্রকাশিত হয় বিশেষ আলমানাক।  



আরও পড়ুন -  শতবর্ষের বছরেই কি ইস্টবেঙ্গল আইএসএল খেলবে? আশা হারাচ্ছেন না কর্তারা