ওয়েব ডেস্ক: সচিন তেন্ডুলকরকে ভারতে ক্রিকেটের উন্নয়নের জন্য কাজে লাগাতে চান বোর্ডের প্রশাসক কমিটির প্রধান বিনোদ রাই। ক্রিকেটারই নন, বর্তমান ক্রিকেট প্রশাসকদেরও শিক্ষিত করা উচিত বলে তাঁর বক্তব্য। একটি অনুষ্ঠানে সচিনের সঙ্গে এবিষয় কথা বলে বিনোদ রাই। ক্রিকেটের উন্নয়নে প্রশাসকদের পরামর্শ দেওয়ার  জন্য সচিনকে  আবেদন করলেন তিনি। বিনোদ রাইয়ের দাবি বর্তমান প্রশাসকরা ক্রিকেটারদের সবরকম সাহায্য করতে পারছেন না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন আইপিএলের সেরা একাদশ গড়লেন রিকি পন্টিং, নেই গম্ভীর!


এই ঘাটতি পূরণ করার জন্য সচিনকে পরামর্শদাতা হিসাবে দেখতে চান রাই। শুধু সচিনই নন কপিল দেব, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলের মতো কিংবদন্তিদেরও এগিয়ে আসার আহ্বান করেছেন বিনোদ রাই।


আরও পড়ুন  গাভাসকর বললেন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম প্রত্যাহার করতে পারে বিসিসিআই