নিজস্ব প্রতিবেদন: টিম ইন্ডিয়ার হেড কোচ নির্বাচনের জন্য বোর্ডের প্রশাসনিক কমিটির ছাড়পত্র পেয়ে গেল ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি। স্বার্থের সংঘাত ইস্যুতে কপিলদের এই ছাড়পত্র দিল কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরস।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


রোহিত-কোহলিদের কোচ বেছে নিতে তিন সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করেছে বিসিসিআই-এর প্রশাসনিক কমিটি। সেই উপদেষ্টা কমিটিতে তিরাশির বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেব ছাড়াও রয়েছেন অংশুমান গায়কোয়াড এবং শান্তা রঙ্গস্বামী। তাঁদের কোনও কাজে কোনও স্বার্থের সংঘাত জড়িত নেই বলেই বোর্ডকে কয়েকদিন আগেই লিখিত ব্যাখ্যা দিয়েছিলেন কপিল দেব সহ কমিটির বাকি দুই সদস্য। এবার COA ছাড়পত্র দেওয়ায় নতুন কোচ বাছাইয়ের ক্ষেত্রে আর কোনও সমস্যা থাকল না।


আরও পড়ুন - সব ধরণের ক্রিকেট থেকে এবার অবসরের সিদ্ধান্ত নিলেন কিউই তারকা ব্রেন্ডন ম্যাকালাম


অগাস্টের মাঝামাঝি সময়েই ভারতীয় দলের নতুন কোচ বাছাই নিয়ে সভা হওয়ার কথা। তারপরেই চূড়ান্ত হবে টিম ইন্ডিয়ার কোচের হটসিটে কে?