নিজস্ব প্রতিবেদন: ফুটবল মাঠে অনৈতিক কাজের জন্য সাধারণভাবে খেলোয়াড়দের নির্বাসিত করা হয়। সেটা প্রতিপক্ষ দলের ফুটবলারদের সঙ্গে হাতাহাতি কিংবা রেফারির সঙ্গে অশোভন আচরণের জন্য। এবার একেবারে ভিন্ন ধরনের এক কাজের জন্য নির্বাসিত হয়েছেন আইরিশ ফুটবলার ইয়ন ব্র্যাডলি। তাঁর অপরাধ মাঠেই মূত্র ত্যাগ করেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে এমন অবাক কাণ্ডটি ঘটেছে। নর্দান আয়ারল্যান্ড কাপে কোলেরিন এফসি ও বাল্লিমেনার ম্যাচে মাঠেই মূত্রত্যাগ করেন কোলেরিনের ব্র্যাডলি। দুর্ভাগ্যবশতঃ সেই কাণ্ড ক্যামেরায় ধরা পড়ে যায়।



বেলফাস্ট উইন্ডসোর পার্ক স্টেডিয়ামের এমন কাণ্ড মেনে নিতে পারেনি সে দেশের ফুটবল কর্তৃপক্ষ। ব্যাপারটি  অশোভন আচরণ হিসেবেই দেখছেন তাঁরা। আর তাই আচরণবিধি ভঙ্গের অপরাধে ছয় ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছে তাঁকে। এমন কাণ্ডের জন্য অবশ্য ক্ষমা চেয়ে নিয়েছেন ব্র্যাডলি।



আরও পড়ুন - IPL 2020: রাজস্থানকে হারিয়ে লিগ টেবিলে দু'নম্বরে KKR; কমলা টুপি-বেগুনি টুপি কার, জেনে নিন