বল বিকৃতির `কমিক ভিডিও` এবার ভাইরাল
ভিডিওটিতে `স্যান্ডপেপার গেট` থেকে ১৯৮১ সালের বিতর্কিত নিউ জিল্যান্ড-অস্ট্রেলিয়া টেস্টকেও তুলে ধরা হয়েছে।
নিজস্ব প্রতিবেদন : কেপ টাউনে কলঙ্কিত ক্রিকেট। অস্ট্রেলিয়ার বল বিকৃতি কাণ্ডে তোলপাড় ক্রিকেট বিশ্ব। 'স্যান্ডপেপার গেট' কাণ্ডে ঘরে-বাইরে প্রবল সমালোচনার মুখে স্মিথ-ওয়ার্নার-ব্যানক্রফ্টরা।
এমনতিতেই নির্বাসনের খাঁড়া ঝুলছে স্মিথ-ওয়ার্নারদের ওপর। আর অস্ট্রেলিয়ার রেডিও স্টেশন 'ট্রিপল জে' একটি রোমহর্ষক ভিডিও প্রকাশ করেছেন সোশাল সাইটে। রীতিমত ভাইরাল হয়েছে সেই ভিডিও।
ভিডিওটিতে 'স্যান্ডপেপার গেট' থেকে ১৯৮১ সালের বিতর্কিত নিউ জিল্যান্ড-অস্ট্রেলিয়া টেস্টকেও তুলে ধরা হয়েছে। যেখানে গ্রেগ চ্যাপেলের নির্দেশে আন্ডারআর্ম বল করে টেস্ট জিতেছিল অস্ট্রেলিয়া।
আরও পড়ুন- মঙ্গলেই ভাগ্য নির্ধারণ স্মিথ-ওয়ার্নারের !