নিজস্ব প্রতিবেদন: দেশের জন্য সোনা এনেছেন অস্ট্রেলিয়া থেকে। সেই সোনার মেয়েকেই হামলার শিকার হতে হল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কমনওয়েলথ গেমস থেকে ভারোত্তলনে সোনা জিতেছেন উত্তর প্রদেশের মেয়ে পুনম ‌যাদব। শনিবার বারাণসীর মঙ্গওয়ারায় ‌যান পুনম। সেখানে থাকেন তাঁর কাকা কৈলাশ ‌যাদব। তাঁর সঙ্গে দেখা করতে গিয়েই বিপত্তি। কৈলাশের প্রতিবেশীরা তাঁর উপরে চড়াও হন।


আরও পড়ুন-বাঘ খুনে পঞ্চায়েত যোগ! বিমানকে 'শিয়াল' বলে খোঁচা সুব্রতর


আসলে কী হয়েছিল? বেশ কিছুদিন ধরেই কৈলাশের সঙ্গে একটি জমি নিয়ে বিবাদ চলছিল তাঁর প্রতিবেশী লল্লু ‌যাদব ও পল্লু ‌যাদবের। এনিয়ে একটা চাপা উত্তেজনা ছিলই। শনিবার পুনম আসবেন বলে কৈলাশ প্রচুর লোকজনকে নিমন্ত্রণ করেন। এতেই সন্দেহ হয় ওই দুই প্রতিবেশীর। তাঁরা ভাবেন, লোকজন জড়ো করে তাদের উপরে হামলার ছক করেছেন কৈলাশ।


আরও পড়ুন-বিয়ের প্রস্তাবে 'না', ঘুমন্ত শ্যালিকার শরীরে অ্যাসিড ঢাললেন জামাইবাবু


কৈলাশের লোক দেখে লল্লু ও পল্লুও লোকজন জোগাড় করেন। শুরু হয়ে ‌যায় দুপক্ষের মারামারি। তাদের ছাড়াতে গেলে পুনমের উপরেও হামলা করা হয়। শেষপ‌র্যন্ত থানায় গিয়ে অভি‌যোগ জানান পুনম। সোনার মেয়ের উপরে হামলা! তদন্ত শুরু করেছে পুলিস।