নিজস্ব প্রতিবেদন: কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে পেরুর কাছে টাইব্রেকারে হার উরুগুয়ের। স্পটকিক মিস করলেন লুই সুয়ারেজ। ৫-৪ গোলে পেরুর কাছে হেরে বিদায় নিল উরুগুয়ে। সেমি ফাইনালে পৌঁছে গেল পেরু।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



ব্রাজিলের সালভাদরে কোয়ার্টার ফাইনালে নির্ধারিত সময়ে পেরু ও উরুগুয়ে কোনও দলই গোলের দেখা পায়নি। প্রথমার্ধে আক্রমণে আধিপত্য ছিল উরুগুয়েরই। কিন্তু পেরুর রক্ষণ ভাঙতে পারেননি সুয়ারেজ-কাভানিরা। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে সুয়ারেজের নেওয়া প্রথম শটই বাঁচিয়ে দেন পেরুর গোলরক্ষক পেদ্রো গালেসে। দুই দলের বাকি সকলেই টাইব্রেকারে গোল করেন। শেষ পর্যন্ত ৫-৪ গোলে উরুগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার শেষ চারে পেরু।



সেমি ফাইনালে চিলির মুখোমুখি হবে পেরু। কলম্বিয়াকে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হারিয়ে শেষ চারে উঠেছে গত দুবারের চ্যাম্পিয়ন চিলি।


আরও পড়ুন - খালি মাথায় মোটরবাইক চালালেন কিং খান, হেলমেট পরার উপদেশ সচিনের