নিজস্ব প্রতিবেদন: কোপা আমেরিকার (Copa America) কোয়ার্টার ফাইনালে ইতিমধ্যেই পোঁছে গিয়েছে ব্রাজিল (Brazil )। তবে গ্রুপ শীর্ষে থাকার লড়াইয়ে এদিন কলম্বিয়ার বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচে (Colombia vs Brazil) বেশ বেগ পেতে দেখা গেল নেইমারের (Neimar) দলকে। যদিও জেতা হয়নি কলম্বিয়ার (Colombia)। ২-১ গোলে জিতেছে ব্রাজিল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ম্যাচের ১০ মিনিটের মাথায় অসাধারণ ব্যাক ভলিতে গোল করে কলম্বিয়াকে এগিয়ে দেন লুইস দিয়াজ। ৭৮ মিনিটে গোল শোধ করেন রবার্তো ফিরমিনো। আর সেই গোল নিয়েই হয় বিতর্ক। ডি বক্সের বাইরে থেকে নেওয়া নেইমারের ক্রস রেফারির গায়ে লেগে ফ্রেদের পায়ে জমা হয়। ডান দিকের উইং বরাবর দাঁড়িয়ে থাকা লোদিকে পাস বাড়ান ব্রাজিলের মিডফিল্ডার। লোদির ভাসানো বলে মাথা ছুঁয়ে গোল করে ব্রাজিলকে সমতায় ফেরান রবের্ত ফিরমিনো। ব্রাজিলের পক্ষেই সিদ্ধান্ত ঘোষণা করলে রেফারিকে ঘিরে ধরেন কলম্বিয়ার প্লেয়াররা। তর্কবিতর্কে সময় নষ্ট হয়।


আরও পড়ুন:UEFA EURO 2020: France এর সঙ্গে ড্র করে নক আউটে Portugal, জোড়া গোলে রেকর্ড Ronaldo-র


১০ মিনিট এক্সট্রা টাইমে ফের সুযোগকে কাজে লাগায় ব্রাজিল। জয়সূচক গোলটি করেন ক্যাসেমিরো। ২-১ গোলে ম্যাচ জিতে পরের রাউন্ডে পৌঁছে যায় ব্রাজিল। ম্যাচ জয়ের ফলে তিনটি ম্যাচই জিতে এখন গ্রুপ বি-র শীর্ষে ব্রাজিল। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে কলম্বিয়া।


আরও পড়ুন: UEFA EURO 2020: রুদ্ধশ্বাস ম্যাচেও স্বপ্নভঙ্গ Hungary-র, ড্র করে নকআউট পর্বে Germany


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)