আজ ফুটবল ফিরছে ইউরোপে, মারণ ভাইরাসের ধাক্কা সামলে আজ শুরু বুন্দেশলিগা
ফের টিভির পর্দায় সরাসরি ইউরোপীয় ফুটবলের স্বাদ নেওয়ার সুযোগ মিলতে চলেছে বুন্দেশলিগার সৌজন্যে।
নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাসের ধাক্কা সামলে আজ প্রায় দু মাস পর জার্মানিতে ফিরে আসছে ফুটবল। আজ শুরু হতে চলেছে অসমাপ্ত বুন্দেশলিগা। সব ম্যাচই হবে ক্লোজড ডোর। ফের টিভির পর্দায় সরাসরি ইউরোপীয় ফুটবলের স্বাদ নেওয়ার সুযোগ মিলতে চলেছে বুন্দেশলিগার সৌজন্যে।
প্রথম দিনেই রয়েছে ৬টি ম্যাচ। ভারতীয় সময় সন্ধে সাতটার সময় রয়েছে পাঁচটি ম্যাচ। তারমধ্যে উল্লেখযোগ্য বরুশিয়া ডর্টমুন্ড বনাম শাল্কের ডার্বি ম্যাচ। সন্ধে সাতটা থেকে এক সঙ্গে পাঁচটি ম্যাচ রয়েছে। রাত দশটায় (ভারতীয় সময়ে) থাকছে আরও একটি ম্যাচ। রবিবার মাঠে নামছে লিগ শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখ। লিগে পাঁচজন করে পরিবর্ত ফুটবলারের নিয়ম চালু রাখছে বুন্দেশলিগা কর্তৃপক্ষ।
সমস্ত সরকারি নির্দেশিকা মেনেই বুন্দেশলিগা হবে বলে সংগঠকদের পক্ষ থেকে জানানো হয়েছে। মার্চ মাসের মাঝামাঝি থেকে জার্মানিতে করোনার প্রকোপে খেলাধুলা বন্ধ হয়ে গিয়েছিল। লিগ শুরু হলেও লকডাউনের সমস্ত বিধিনিষেধ অক্ষরে অক্ষরে মানা হবে বলে লিগ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।
আরও পড়ুন - কেন্দ্রের অনুমতি মিললেও এখনই মাঠে নেমে অনুশীলন করতে পারবেন না বিরাট-রোহিতরা!