নিজস্ব প্রতিবেদন: প্রাণঘাতী করোনার জেরে মহামারী ফ্রান্সে। মৃত্যুর সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে গেছে। ফ্রান্সে লকডাউনের মেয়াদ ১১ মে পর্যন্ত। তারপরও  যে ফ্রান্সে লকডাউন উঠবে তার কোনও নিশ্চয়তা নেই। তবে লকডাউন শিথিল করা হলেও ফ্রান্সে আর মাঠে ফুটবল ফিরছে না। ২০১৯-২০ মরশুমের সব খেলা বাতিল ঘোষণা করে দিয়েছেন সে দেশের প্রাইম মিনিস্টার এদুয়ার্দ ফিলিপেঁ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


শুধু লকডাউন নয়। ফ্রান্সে এই মহামারী ঠেকাতে আগামী ১১ জুলাই পর্যন্ত সামাজিক দুরত্ব বজায় রাখতে, যে কোনও জনসমাবেশ বা পাবলিক ইভেন্টের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত ১৩ মার্চ করোনাভাইরাসের কারণে ফ্রান্সে  সবধরণের খেলা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। এই পরিস্থিতিতে ফ্রান্স ফুটবল ফেডারেশন চেয়েছিল ১৭ জুন থেকে থমকে থাকা ফুটবল লিগ ফের শুরু করা যাবে। এবং তা ২৫ জুলাই শেষ করতে চেয়েছিল তারা। কিন্তু ফরাসি প্রাইম মিনিস্টার সব জল্পনায় জল ঢেলে দিলেন। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে লিগ ওয়ানের দল পিএসজি।


 


আরও পড়ুন - লকডাউনে প্রাক্তন অভাবী ক্রিকেটারদের সহযোগিতায় আজহারউদ্দিন