নিজস্ব প্রতিবেদন : করোনাভাইরাসের কারণে ১৫ এপ্রিল পর্যন্ত আইপিএল স্থগিত করে দিয়েছে বিসিসিআই। ভারত-দক্ষিণ আফ্রিকা একদিনের সিরিজও আপাতত বাতিল হয়ে গিয়েছে করোনাভাইরাসের কারণেই।
এবার ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টেও করোনা কাঁটা।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বর্তমান পরিস্থিতিতে সমস্ত ঘরোয়া টুর্নামেন্ট বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। কয়েকদিন পরেই ইরানি ট্রফিতে রঞ্জি চ্যাম্পিয়ন সৌরাষ্ট্রের মুখোমুখি হওয়ার কথা ছিল অবশিষ্ট ভারতীয় একাদশের সেই ম্যাচ আপাতত বন্ধ থাকছে। বন্ধ থাকছে মহিলাদের একদিনের নক আউট টুর্নামেন্ট আর চ্যালেঞ্জার টুর্নামেন্ট। অনূর্ধ্ব-২৩ এবং অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টও স্থগিত রেখেছে বিসিসিআই। পরিস্থিতি পর্যালোচনা করে ঘরোয়া টুর্নামেন্টের নতুন সূচি ঘোষণা করবে বোর্ড।


আরও পড়ুন - করোনার থাবা ক্রিকেটে; এক ম্যাচ খেলেই দেশে ফিরছেন কিউইরা