নিজস্ব প্রতিবেদন:  করোনার জেরে লকডাউন দেশ জুড়ে। মারণ ভাইরাসের মোকাবিলায় মাঠে নেমে সবাইকে সচেতন করেছেন মাস্টার ব্লাস্টার। এবার আর্থিক অনুদান তুলে দিলেন কিংবদন্তি ক্রিকেটার। মোট ৫০ লাখ টাকা অনুদান তুলে দিলেন সচিন তেন্ডুলকর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেশের বিপদের দিনে এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সচিনও। সংবাদ সংস্থা PTI-কে তিনি জানান, "করোনা মোকাবিলায় প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ডে ২৫ লাখ টাকা এবং চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে আরও ২৫ লাখ টাকা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এটা একেবারেই আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। দুই ফান্ডেই আমি দান করতে চাই।"


মারন ভাইরাসের মোকাবিলায়. শুরু থেকেই জনগণের মধ্যে সচেতনতার বার্তা দিয়ে আসছেন সচিন। লকডাউন মানে ছুটি নয়, নয় উত্সবের মেজাজ। দেশবাসীকে সবক শেখান সচিনই। সচিনের সতীর্থ প্রাক্তন ভারত অধিনায়ক তথা বর্তমানে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিও গরিব মানুষেরদের জন্য ৫০ লাখ টাকার চাল তুলে দিয়েছেন।


আরও পড়ুন - বিপদের দিনে এগিয়ে এলেন বঙ্গ ক্রিকেটের (CAB)কর্তারাও, নিলেন ব্যক্তিগত উদ্যোগ