নিজস্ব প্রতিবেদন : করোনা মোকাবিলায় দেশে ২১ দিন লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি করোনার ভয়াবহতার কথা তুলে ধরেন।
এই লকডাউনও একধরনের জনতা কার্ফু। করোনা মোকাবিলায় কোমর বেঁধে নেমে পড়লেন সস্ত্রীক ভারত অধিনায়ক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এর আগে নমোর 'জনতা কারফিউ'-র সমর্থনে কিং কোহলি এবং অনুষ্কা শর্মা ভারতবাসীর কাছে ভিডিয়ো বার্তায় তাঁদের আবেদন তুলে ধরেন। এবার লকডাউনের সময়েও করোনার মতো মারণভাইরাসের বিরুদ্ধে দেশকে বাঁচানোর বার্তা দিলেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা।



ভিডিয়ো বার্তায় বিরাট-অনুষ্কা যৌথভাবে সকলের কাছে অনুরোধ করেন, "আগামী ২১ দিন আপনাদের সকলের ধৈর্যের পরীক্ষা। বড় দায়িত্ব সামনে।  করোনাভাইরাসকে দূর করার লড়াই আমাদের সবার। ঘরে থাকুন, নিজেকে এবং নিজের পরিবারকে রক্ষা করুন। কার্ফু মেনে চলুন।  করোনাভাইরাসের বিরুদ্ধে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই।  ঘরের বাইরে বেরিয়ে জমায়েত করে করোনাভাইরাসের বিরুদ্ধে জিততে পারবেন না । আপনার একটা ছোট্ট ভুলই বিপদ ডেকে আনতে পারে। ২১ দিন ভারত ঘরে থাকবে। ভারতবর্ষকে বাঁচান। দেশকে বাঁচান। একতা দেখান সবাই .. জীবন আর দেশকে বাঁচান।"


আরও পড়ুন - সরকার চাইলে করোনার চিকিত্সা কেন্দ্র হতে পারে ইডেন; মুখ্যমন্ত্রীকে প্রস্তাব সৌরভের