নিজস্ব প্রতিবেদন: করোনার কারণে দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করেছে অস্ট্রেলিয়া। এবার আইপিএলে স্মিথ-ওয়ার্নারদের খেলার ছাড়পত্র দিতে কড়াকড়ি করতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া। আবেদন খুঁটিয়ে দেখেই তবে আইপিএলে খেলার ছাড়পত্র দেবে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আফ্রিকায় করোনা পরিস্থিতি উদ্বেগজনক। তাই দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করেছে অস্ট্রেলিয়া। এরপরেই আইপিএল প্রসঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও নিক হোকলে জানান, "জৈব সুরক্ষা বলয় সঠিকভাবে মেনে গত মরসুমে আইপিএল হয়েছে। তবে এই মরসুমে ক্রিকেটাররা আইপিএলে খেলার ছাড়পত্রের জন্য আবেদন করলে তা খুঁটিয়ে দেখে বিবেচনা করা হবে।"


আরও পড়ুন- Ind vs Eng: চিপকে Kohli-Rohit যুগলবন্দী, সোশ্যাল মিডিয়ায় হইচই


গত মরসুমে ১৯ জন অজি ক্রিকেটার আইপিএলে খেলেছিলেন। সেই ১৯ জন ক্রিকেটারের মধ্যে অ্যারোন ফিঞ্চ, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েলের মতো নয় জন ক্রিকেটারদের ছেড়ে দিয়েছে তাদের ফ্র্যাঞ্চাইজি দল। ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে মিনি নিলামে তাঁরা অবশ্য দর বাড়িয়ে নিতে পারেন। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে দেশের মাটিতেই হতে পারে এবারের আইপিএল।


আরও পড়ুন- Ind vs Eng: ভারত ৩-০ কিংবা ৪-০ তে সিরিজ জিতবে, ভবিষ্যদ্বাণী David Lloyd'র