ICC Awards of the decade: দশ বছরে সেরা টেস্ট ক্রিকেটার STEVE SMITH
দশকের সেরা টেস্ট ক্রিকেটারের তালিকায় স্টিভ স্মিথ ছাড়া ছিলেন বিরাট কোহলি, জো রুট, কেন উইলিয়ামসন, জেমস অ্যান্ডারসন, রঙ্গনা হেরাথ, এবং ইয়াসির শাহ।
নিজস্ব প্রতিবেদন: বছর শেষে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না অজি তারকা স্টিভ স্মিথের (Steve Smith)। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে চার ইনিংসে ব্যাট হাতে বড় রান নেই। অফ ফর্মে থাকা স্টিভ স্মিথের (Steve Smith) মুখে হাসি ফোটাল আইসিসি-র সম্মান। দশ বছরে সেরা টেস্ট ক্রিকেটার (ICC Men’s Test Cricketer of the Decade) হলেন আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে থাকা স্মিথ (Steve Smith)।
এই এক দশকে টেস্টে ৭০৪০ রান করেছেন স্টিভ স্মিথ (Steve Smith)। ব্যাটিং গড় ৬৫.৭৯। ২৬টি শতরান এবং ২৮টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি এই সময়সীমার মধ্যে।
STEVE SMITH is the ICC Men’s Test Cricketer of the Decade
7040 Test runs in the #ICCAwards period
65.79 average Highest in top 50
26 hundreds, 28 fiftiesUnique, relentless and unbelievably consistent pic.twitter.com/UlXvHaFbDz
— ICC (@ICC) December 28, 2020
২০১৮ সালে কেপ টাউন টেস্টে বল বিকৃতির কারণে স্মিথকে (Steve Smith) এক বছর নির্বাসনে পাঠায় ক্রিকেট অস্ট্রেলিয়া। এক বছরের নির্বাসন কাটিয়ে ২০১৯ সালে বিশ্বকাপের আগেই প্রত্যাবর্তন হয় স্টিভ স্মিথের (Steve Smith)। ইংল্যান্ডের মাটিতে তিনি অ্যাসেজ সিরিজেও দুরন্ত ফর্মে ছিলেন। এবার দশকের সেরা টেস্ট ক্রিকেটার হিসেবে আইসিসি সম্মান (ICC Men’s Test Cricketer of the Decade) জানাল স্মিথকে।
দশকের সেরা টেস্ট ক্রিকেটারের তালিকায় স্টিভ স্মিথ ছাড়া ছিলেন বিরাট কোহলি, জো রুট, কেন উইলিয়ামসন, জেমস অ্যান্ডারসন, রঙ্গনা হেরাথ, এবং ইয়াসির শাহ।
আরও পড়ুন- ICC Awards of the decade: দশ বছরে বিরাটের ধারে কাছে কেউ নেই, সম্মান দিয়ে জানিয়ে দিল ICC