ওয়েব ডেস্ক: অলিম্পিকে কি অন্তর্ভুক্ত হবে ক্রিকেট? অনেকদিন ধরেই ক্রিকেট সংযোজনের কথা বলে আসছিল অলিম্পিক কমিটি। ইতালির ক্রিকেট ফেডারেশনের সভাপতি সিমন গামবিনো এমনটাই ইঙ্গিত এবার কিন্তু দিলেন। ২০২৪ অলিম্পিক আয়োজনের অন্যতম দাবিদার ইতালি। অলিম্পিকের নতুন নিয়ম অনুযায়ী, ২০২৪ সালের আসরে পাঁচটি নতুন খেলাকে সংযুক্ত করার সুযোগ পাবে আয়োজক দেশ। সেই সুযোগেই ক্রিকেট যুক্ত করতে চায় ইতালি। ফেডারেশন ক্রিকেট ইতালিয়ানার (এফসিআই) প্রেসিডেন্ট সিমন গামবিনো বলেছেন, 'যদি রোম অলিম্পিকের আয়োজক হয়, তাহলে ক্রিকেট অন্তর্ভুক্ত করা হবে। আমরা আয়োজক কমিটি থেকে এমন নিশ্চয়তা পেয়েছি।'
 আরও পড়ুন তুমি রোজারিওর, তুমি বার্সার, তুমি কলকাতার, ওসব কথা মানি না যুবরাজ, জানি তুমি শুধু আমার


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অন্যদিকে লস অ্যাঞ্জেলস ২০২৪ অলিম্পিক আয়োজক হবার জন্য লড়ছে। তারাও ক্রিকেটের জন্য সুখবর জানিয়েছে। অলিম্পিক কমিটির প্রধান প্যাট্রিক স্যানডাসকি জানিয়েছেন, যদি ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হয়, তবে সেটা হবে ছোট ফর্ম্যাটের ক্রিকেট। এই প্রসঙ্গে তিনি বলেন, 'টি-টোয়েন্টি ক্রিকেট সহজেই খাপ খাবে অলিম্পিকে। যখন ভারত আর পাকিস্তানের খেলা হয় তখন ক্রিকেট নিয়ে মানুষের আগ্রহের বিষয়টা মাথায় রাখতে হবে। পাশাপাশি টেলিভিশনের দর্শক সংখ্যা অনেক, যেটা অলিম্পিকের জন্য বড় সুযোগ।'


আরও পড়ুন  লাখো সিনেমা দেখে শুধু একবারই মনে হয়েছে, ইস্ যদি সুলতান মির্জা হতাম!