ওয়েব ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষে কলকাতা ফিরলেন ভারতীয় দলের অন্যতম পেসার মহম্মদ সামি। বুধবার দুপুরের বিমানে নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অতরণ করেন সামি। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি শেষ টেস্টে তাঁর সাফল্যের রহস্য খোলসা করেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শ্রীলঙ্কা সফরে শুধুমাত্র শেষ টেস্টে খেলার সু‌যোগ হয়েছিল বাংলার এই পেসারের। ততদিনে ‌যদিও ২-০-য় সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। পাল্লেকেলে আপাত গুরুত্বহীন সেই টেস্টেও কামাল করেন সামি। এদিন সাংবাদিকদের সামি জানান, স্যুইং ও রিভার্স স্যুইংকে মেপে ব্যবহার করেই শেষ টেস্টে শ্রীলঙ্কার বোলারদের নাজেহাল করেছেন তিনি। এতেই মাত হয়েছে লঙ্গা বাহিনী।


কাউন্টি ক্রিকেট খেলতে ‌যাওয়া নিয়েও এদিন খোলামেলা কথা বলেছেন মহম্মদ সামি। তিনি বলেন, জাদেজাদের মতো কাউন্টি খেলতে ‌যাবেন না তিনি। আগামী কয়েকদিন সময় কাটাতে চান পরিবারের সঙ্গে।