নিজস্ব প্রতিবেদন: ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ও তাঁর কোরিওগ্রাফার-ইউটিউবার স্ত্রী ধনুশ্রী বর্মা (Dhanashree Verma) ট্রেন্ডিংয়ে! তাঁদের বিয়ের ভিডিও ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়। কোরিওগ্রাফার ও ইউটিউবার বাদেও আরেকটি পরিচয় রয়েছে ধনশ্রীর। তিনি পেশায় ডেন্টিস্টও। গত বছর ২২ ডিসেম্বর চাহাল-ধনুশ্রী নিকট আত্মীয় ও বন্ধুবান্ধবদের নিয়ে ব্যক্তিগত অনুষ্ঠানে সাতপাকে বাঁধা পড়েন। গুরগাঁওতে তাঁদের কেরিয়ারের দ্বিতীয় ইনিংসের শুভারম্ভ হয়। জনপ্রিয় সেলেব্রিটি প্যাপ ভাইরাল ভয়ানি (Viral Bhayani) চাহাল-ধনুশ্রীর ভিডিও লিঙ্ক ইনস্টাগ্রামে পোস্ট করার পরেই ঝড় উঠে যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


সেই ভিডিও-র লিঙ্ক রইল নিচে








সোশ্যাল মিডিয়া সেনসেশন ধনুশ্রীর নাচের ভিডিও প্রায়শই ভাইরাল হয়। ইউটিউব ও ইনস্টাগ্রামে তিনি ফ্যানেদের 'প্রিটি লেডি'। সম্প্রতি শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) সঙ্গে ভাংরার তালে ঝড় তুলেছেন তিনি। ধনুশ্রীর কাজের দিকে চোখ রাখলে দেখা যাবে, তাঁকে শেষবার পাঞ্জাবি গায়িকা-অভিনেত্রী জেসি গিলের সঙ্গে পেপি ট্র্যাক  'Oye Hoye Hoye’-তে দেখা গিয়েছে