ওয়েব ডেস্ক: হোলির মেজাজে গোটা দেশ। শুধু ভারতই বা কেন? গোটা বিশ্বেই আজ রঙের খেলা চলছে। এমন দিনে ম্যাচ ফেলা হয়নি টি২০ বিশ্বকাপেরও। একটা দিন বিশ্রাম। উত্‍সবের মেজাজে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটাররা হোলি খেলছেন, এমন দেখেছেন কখনও? সেইজন্যই আপনাদের জন্য দিলাম ৫ টা এমন ছবি, যে ছবিগুলো দেখে আপনি খুবই মজা পাবেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


১) শুরু করুন ম্যাক্সওয়েলকে দিয়ে। গ্লেন ম্যাক্সওয়েলের অবস্থা দেখেছেন? একেবারে হলুদ। হোলি হ্যায়।



২) কম যান না, আর এক প্রাক্তন অজি ক্রিকেটার ব্রেট লি-ও। ভক্তদের সঙ্গে মজেছেন দেদার রঙের খেলায়। হোলি হ্যায়!



৩) নভজ্যোত্‍ সিং সিধু। শুধু হাসবেন আর শায়রি বলবেন, সিধু কি এইজন্যই! একদম নয়। তাই বর্ণময় চরিত্রের সিধুও একেবারে রঙে চুবিয়ে ফেলেছেন নিজেকে!



৪) হরভজন সিং। টি২০ বিশ্বকাপে খেলতে পারছেন না। দলে জায়গা নেই। তাতে কী! ভাজ্জির আবার রঙের অভাব!



৫) নিউজিল্যান্ড ক্রিকেটারদের এই রঙ মাখার ছবিটা অবশ্য পুরোনো। কিন্তু এমন রঙিন ছবি পুরোনো হবেটাই বা কীভাবে!