নিজস্ব প্রতিবেদন : এল ক্লাসিকোয় বার্সেলোনার কাছে বিধ্বস্ত হওয়ার পরেই মুখ খুললেন প্রাক্তন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এক ফরাসি ম্যাগাজিনে বিস্ফোরক বার্তা দিলেন সিআর সেভেন। রিয়াল মাদ্রিদে তিনি অপরিহার্য নন, ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের মুখে এই কথা শোনার পরেই না কি রিয়াল ছাড়ার সিদ্ধান্ত নেন সিআর সেভেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - এল ক্লাসিকো হারের জের,বরখাস্ত রিয়াল কোচ হুলেন লোপেতেগি!


রাশিয়া বিশ্বকাপের পর সবাইকে অবাক করে রিয়াল মাদ্রিদের সঙ্গে ৯ বছরের সম্পর্ক ছিন্ন করে জুভেন্তাসে যোগ দেন রোনাল্ডো। তখন রিয়ালের পক্ষ থেকে বলা হয়েছিল, রোনাল্ডো নিজেই আর ক্লাবে থাকতে চান নি। একটি ফরাসি ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বিষয়টিকে মিথ্যে বলে দাবি করেছেন। ফ্লোরেন্তিনো পেরেজের জন্যই নাকি রিয়াল ছাড়তে হয়েছে তাঁকে। পর্তুগিজ সুপারস্টারের কথায়, " তিনি (পেরেজ) আমাকে শুধু একটা বাণিজ্যিক পণ্য হিসেবেই দেখতেন। আমি জানি, আমাকে তিনি যখন যা বলেছেন, কোনওটাই মন থেকে বলেননি।"


আরও পড়ুন - হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত লেস্টার মালিক!


পাশাপাশি রোনাল্ডো আরও জানান, "ক্লাবের দিক থেকেই অবহেলাটা বুঝতে পারছিলাম। বিশেষ করে পেরেজের কাছ থেকে। আমি বুঝতে পারছিলাম তারা আর আগের মতো আমাকে চায় না ক্লাবে।এমন ভাব করত যে আমাকে না হলেও চলবে তাদের। আমি কী বোঝাতে চাইছি, আশা করি বুঝতে পারছেন।" রোনাল্ডোকে পেতে যেখানে ইউরোপের বড় বড় সব ক্লাব মরিয়া ছিল, সেখানে রিয়াল সভাপতির এমন আচরণে রোনাল্ডো ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন। তবে টাকার জন্য যে তিনি রিয়াল ছাড়েননি সেটাও সাক্ষাত্কারে স্পষ্ট করে দিয়েছেন।