Ronaldo | Messi | Pele: `রাজা পেলে`র ভালোবাসাকে কুর্নিশ ক্রিস্টিয়ানোর, তিন অক্ষরের শ্রদ্ধার্ঘ্য লিওর
পেলে-মারাদোনার (Pele-Maradona) পর যে দুই ফুটবলারের ডুয়েল ফুটবলবিশ্ব উপভোগ করেছে, তাঁরা হলেন-ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ও লিওনেল মেসি (Lionel Messi)। মেসি-রোনাল্ডোর ফুটবল উপভোগ করেছেন পেলে-মারাদোনাও। আজ শোকস্তব্ধ আধুনিক ফুটবলের দুই রূপকার। সোশ্যাল মিডিয়ায় পেলের মৃত্যুর পর আবেগি পোস্ট রোনাল্ডো-মেসির।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২০ সালের ২৫ নভেম্বর। ৬০ বছর বয়সে পৃথিবীর মায়াত্যাগ করেছিলেন ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা (Diego Maradona)। তাঁর মৃত্যুর দু'বছর পর ফের অভিভাবকহীন ফুটবল। ৮২ বছর বয়সে জীবনাবসান ফুটবল সম্রাট পেলের (Pele)l ফুটবল রয়ে গেল। সর্বকালের দুই সেরারা আজ আকাশের উজ্জ্বল নক্ষত্র। এবার চির ঘুমের দেশে ফুটবল খেলবেন দুই কিংবদন্তি। পেলে-মারাদোনার (Pele-Maradona) পর যে দুই ফুটবলারের ডুয়েল ফুটবলবিশ্ব উপভোগ করেছে, তাঁরা হলেন-ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ও লিওনেল মেসি (Lionel Messi)। মেসি-রোনাল্ডোর ফুটবল উপভোগ করেছেন পেলে-মারাদোনাও। আজ শোকস্তব্ধ আধুনিক ফুটবলের দুই রূপকার। সোশ্যাল মিডিয়ায় পেলের মৃত্যুর পর আবেগি পোস্ট রোনাল্ডো-মেসির।